চর্মরোগ কেন হয় - চর্মরোগ থেকে মুক্তির ৫ টি উপায়
চর্মরোগ কেন হয় এবং চর্মরোগ থেকে মুক্তির ৫ টি উপায় সম্পর্কে আজকের আর্টিকেলে আলোচনা করা হবে। চর্ম রোগ হলে আমাদের শরীরে চুলকানি হয়ে থাকে যেটা অনেক কষ্টদায়ক এবং যন্ত্রণাদায়ক হয়ে থাকে তাই আমাদের সকলের জানা প্রয়োজন চর্মরোগ কেন হয় এবং চর্মরোগ থেকে মুক্তির ৫ টি উপায়।তাহলে চলুন আজকের আর্টিকেল থেকে বিস্তারিত ভাবে এই বিষয়ে জেনে নেওয়া যাক।
চর্মরোগ সম্পর্কে আজকের আর্টিকেলে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হবে। তাই আপনি যদি এই সকল বিষয়ে জানার আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনাকে পুরো আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়তে হবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের পোস্টের মূল বিষয়গুলো নিয়ে আলোচনা।
পোস্ট সূচিপত্রঃ চর্মরোগ কেন হয় - চর্মরোগ থেকে মুক্তির ৫ টি উপায়
- চর্মরোগ কেন হয়
- চর্মরোগ থেকে মুক্তির উপায়
- চর্ম রোগের ঔষধের নাম
- চর্ম রোগের মলমের নাম
- চর্ম রোগের নাম
- চর্মরোগ কিসের অভাবে হয়
- চর্মরোগ কি ছোঁয়াচে
- চর্ম রোগের ছবি
- চর্মরোগ কেন হয় - চর্মরোগ থেকে মুক্তির ৫ টি উপায়ঃ শেষ কথা
চর্মরোগ কেন হয়
চর্মরোগ শরীরের ভিতর থেকে এবং শরীরের বাহির থেকে হয়ে থাকে। চর্মরোগ মূলত ছত্রাক
জনিত জীবানুর কারণে হয়ে থাকে। আবার জিনগত সমস্যার কারণে অনেকের চর্ম রোগ হয়ে
থাকে। অথবা আরেকটি কারণে চর্মরোগ হতে পারে সেটি হল পরিবারের অন্য সদস্যের
যদি চর্মরোগ থাকে তাহলে সেখান থেকে আরেক জনের চর্মরোগ হতে পারে।
শরীরের বাহিরে চর্ম রোগ হওয়ার কারণ হলো শরীরে কোন জীবাণু আক্রমণ করা যেমন অতিরিক্ত ধুলাবালি পড়া আবার বিভিন্ন রকম বিষাক্ত জিনিস শরীরে দেখলে সেখান থেকে চর্মরোগ তৈরি হতে পারে। নোংরা পানিতে নামলে সেখান থেকে জীবাণু আক্রমণ করে এবং চর্মরোগ তৈরি হয়।
আরো পড়ুনঃ ঠোঁট ফাটা কিভাবে দূর করা যায় এবং ঠোঁট ফাটার ক্রিমের নাম
এছাড়াও বেশিরভাগ সময় রোদ লাগে না এবং ভেজা হয়ে থাকে এরকম জায়গায় বেশি বেশি
থাকলে সেখান থেকে চর্মরোগ হতে পারে। আশা করছি চর্মরোগ কেন হয় তা জানতে
পারলেন এবার আমরা জানবো চর্মরোগ থেকে মুক্তির উপায়।
চর্মরোগ থেকে মুক্তির উপায়
আমাদের কি বাংলাদেশে প্রচুর মানুষ রয়েছে যাদের চর্মরোগ হয়ে থাকে এর কারণ হলো অনেকে বিভিন্ন রকম কাজের জন্য সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে না তাই এগুলো নোংরা অতিরিক্ত শরীরে লেগে থাকার কারণে সেখান থেকে চর্ম রোগের সৃষ্টি হয়ে থাকে। আপনার যদি চর্ম রোগ হয় তাহলে কিছু ঘরোয়া উপায় অবলম্বন করে চর্ম রোগ ভালো করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক চর্মরোগ থেকে মুক্তির ৫ টি উপায়।
১। নিম পাতা - চর্মরোগ দিয়ে মুক্তির জন্য নিম পাতা অনেক উপকারী। আপনার যদি চর্ম রোগ হয় তাহলে নিম পাতা প্রথমে গাছ থেকে নিয়ে আসবেন সেগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে নিবেন এবং তারপরে সেগুলো সুন্দর করে পিষে নিবেন নিয়ে চর্ম রোগের উপর ভালো করে লাগাবেন। এভাবে যদি কয়েকদিন নিম পাতা বাটা ব্যবহার করেন তাহলে চর্ম রোগ ভালো হয়ে যাবে। এছাড়াও ভেতর থেকে চর্মরোগ ভালো করতে হয় নিমপাতা ভেজে খেতে পারেন।
২। এলোভেরা - ত্বকের বিভিন্ন রকম সমস্যা ভালো করতে এলোভেরা অনেক উপকারী। তাই চর্মরোগ ভালো করতে চর্ম রোগের উপর এলোভেরা জেল লাগাবেন। এভাবে যদি কয়েকদিন অ্যালোভেরার মধ্যে থাকা সাদা জেলগুলো লাগাতে পারেন তাহলে চর্ম রোগ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ।
৩। বেকিং সোডা - শরীরের বিভিন্ন জায়গায় ঘা এবং চর্মরোগ ভালো করার জন্য বেকিং সোডা অনেক কার্যকরী। আপনার শরীরে যে স্থানে চর্মরোগ হয়েছে সেই স্থানগুলোতে হালকা পরিমাণ করে বেকিং সোডা লাগাবেন তাহলে দেখবেন সেখানে চুলকানি বন্ধ হয়ে যাবে এবং চর্মরোগ ভালো হয়ে যাবে। তবে বেশি পরিমাণ লাগাবেন না তাহলে ক্ষতি হতে পারে।
আরো পড়ুনঃ অ্যালোভেরা জেল এর উপকারিতা
৪। তুলসী পাতা - তুলসী পাতা বা তুলসী পাতার রস শরীরের বিভিন্ন রকম সমস্যা সমাধান করতে অনেক কার্যকরী যেমন ঘা চুলকানি পোড়া ক্ষত সহ বিভিন্ন রকম চর্মরোগ জাতীয় রোগের সমাধান দিয়ে থাকে। তাই আপনার শরীরের যেকোনো জায়গায় যদি চর্ম রোগ হয় তাহলে তুলসী পাতার রস বের করে সেগুলো আক্রান্ত স্থানে লাগাবেন। কয়েকদিন এভাবে ব্যবহার করবে ইনশাআল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে।
৫। অলিভ অয়েল - অলিভ অয়েল ত্বকের আদ্রতা ধরে রাখতে সাহায্য করে। তাই এটি যদি আপনি আপনার ত্বকে লাগান তাহলে ত্বকের বিভিন্ন রকম সমস্যা সমাধান হয় তেমনই একটি সমস্যা হল চর্মরোগ। যখন আপনার শরীরে বা ত্বকের যে কোন জায়গায় চর্মরোগ হবে তখন এই অলিভ অয়েল লাগাবেন তাহলে চর্মরোগ দূর হয়ে যাবে।
এগুলোই মূলত চর্মরোগ ভালো করার ঘরোয়া উপায়।এগুলো উপায় অবলম্বন করার পরে যদি
আপনার চর্মরোগ ভালো না হয় তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ
করবেন। আর চর্ম রোগ থেকে মুক্তি পেতে সবসময়ই পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার
চেষ্টা করবেন। বেশি বেশি পানি পান করবেন।এবং বেশি বেশি সবুজ শাকসবজি খাওয়ার
চেষ্টা করবেন তাহলে আশা করি আপনার শরীরে চর্ম রোগ হবে না।
চর্ম রোগের ঔষধের নাম
চর্ম রোগ ভালো করার ঔষধের নাম অনেকেই জানতে চেয়ে থাকেন। তাই এখন আপনাদের কিছু চর্ম রোগের ঔষধের নাম জানাবো।
- Fulzol 50
- Flugal 50
- Bilastin
- Benzac
- Viroxy
- Terbifin
- Anicon
- Omastin
চর্ম রোগের মলমের নাম
চর্ম রোগের বেশ কিছু মলম রয়েছে যেগুলো চর্ম রোগ ভালো করতে বেশ কার্যকরী। চর্ম রোগের মলম গুলোর নাম নিচে দেওয়া হলো:
- Dermaid Cream
- Lucazol Cream
- D Rush Cream
- Facid Hc Cream
- Itchnil Cream
- Topicort Cream
- Combiderm Cream
চর্ম রোগের নাম
বাংলাদেশের অনেক মানুষ রয়েছে যারা চর্ম রোগে আক্রান্ত। চর্ম রোগ অনেক রকমের হয়ে থাকে বাংলাদেশে প্রায় ৪ হাজার এর মতো চর্ম রোগ রয়েছে। আসুন এর ভেতর থেকে কিছু চর্ম রোগের নাম জেনে নিই। চর্ম রোগের নাম গুলো হলো।
- দাউদ
- একজিমা
- পাচড়া
- ব্রণ
- আমবাত
- সোরিয়াসিস
- রোসেসিয়া
- ইম্পোটিগো
- লাইকেন স্কলেরোসিস
- বলিরেখা
চর্মরোগ কিসের অভাবে হয়
অনেকে জানতে চেয়ে থাকেন চর্মরোগ কিসের অভাবে হয়। চর্ম রোগ ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে। ভিটামিন সি এর অভাব হলে হঠাৎ শরীরের বিভিন্ন জায়গায় লাল লাল ছোপ বের হয় সেখান থেকে আস্তে আস্তে চর্ম রোগ সৃষ্টি হয়ে থাকে।
চর্মরোগ কি ছোঁয়াচে
হ্যা চর্মরোগ ছোঁয়াচে। আপনি যদি চর্ম রোগে আক্রান্ত এমন ব্যক্তির সংস্পর্শে থাকেন তাহলে সেখান থেকে চর্ম রোগ ছড়াতে পারে। এছাড়াও চর্ম রোগে আক্রান্ত ব্যক্তির ব্যবহার করা জিনিসপত্র অন্য কেউ ব্যবহার করলে সেখান থেকেও চর্মরোগ ছড়াতে পারে। তবে এমনিতেও চর্ম রোগ হতে পারে।
চর্ম রোগের ছবি
আপনারা যারা চর্ম রোগের ছবি খুজে থাকেন তাদের জন্য এই অংশে চর্ম রোগের কিছু ছবি দিয়ে দিলাম দেখে নিন চর্ম রোগ কেমন হয়ে থাকে।
ছবি কালেক্ট: www.health.comছবি কালেক্ট: www.mdpi.comচর্মরোগ কেন হয় - চর্মরোগ থেকে মুক্তির ৫ টি উপায়ঃ শেষ কথা
আশা করছি আজকের পোস্টটি পড়ে আপনারা চর্মরোগ কেন হয়, চর্মরোগ থেকে মুক্তির ৫ টি উপায়, চর্ম রোগের ঔষধের নাম, চর্ম রোগের মলমের নাম, চর্ম রোগের নাম চর্ম রোগের ছবি, চর্মরোগ কিসের অভাবে হয় এ সকল বিষয়ে ভালোভাবে জানতে পেরেছেন।
আরো পড়ুনঃ এলাচ খাওয়ার উপকারিতা এবং এলাচ খাওয়ার নিয়ম
তাই আপনার যদি চর্মরোগ হয় তাহলে এ সকল উপায় অবলম্বন করে চর্মরোগ ভালো করতে পারবেন। এই পোস্টটি পড়ার পরে আপনাদের যদি এই বিষয়ে আরো কিছু জানতে ইচ্ছে করে তাহলে কমেন্ট করুন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url