নামাজের ফরজ ওয়াজিব কয়টি - পাঁচ ওয়াক্ত নামাজ মোট কত রাকাত
প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো নামাজের ফরজ ওয়াজিব কয়টি পাঁচ ওয়াক্ত নামাজ মোট কত রাকাত। আমরা যেহেতু মুসলমান তাই আমাদের নামাজ পড়ার প্রয়োজন হয় আর এই নামাজ পড়ার আগে আমাদের ভালোভাবে জানতে হবে নামাজের ফরজ ওয়াজিব কয়টি পাঁচ ওয়াক্ত নামাজ মোট কত রাকাত এইগুলো বিষয়ে। তাই চলুন আজকের আর্টিকেল এর মাধ্যমে এই সকল বিষয়ে বিস্তারিত জেনে নেয়া যাক।
নামাজের ফরজ ওয়াজিব কয়টি পাঁচ ওয়াক্ত নামাজ মোট কত রাকাত নামাজের ফরজ ওয়াজিব ও পাঁচ ওয়াক্ত নামাজের সুন্নত কত রাকাত এ সকল বিষয়ে সহ এই সম্পর্কিত আরো বেশ কিছু বিষয়ে আজকের আর্টিকেলে জানতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক।
পোস্ট সূচিপত্রঃ নামাজের ফরজ ওয়াজিব কয়টি - পাঁচ ওয়াক্ত নামাজ মোট কত রাকাত
- নামাজের ফরজ ওয়াজিব কয়টি - নামাজের ফরজ কয়টি
- পাঁচ ওয়াক্ত নামাজ মোট কত রাকাত
- নামাজের ফরজ ওয়াজিব ও সুন্নত
- পাঁচ ওয়াক্ত নামাজের সুন্নত কত রাকাত
- পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ কত রাকাত
- নামাজের ফরজ ওয়াজিব কয়টি - নামাজের ফরজ কয়টিঃ শেষ কথা
নামাজের ফরজ ওয়াজিব কয়টি - নামাজের ফরজ কয়টি
মুসলিম দের জন্য প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ নির্ধারণ করা রয়েছে। এই নামাজের মধ্যে ফরজ ওয়াজিব সুন্নত নফল অনেক কিছু রয়েছে। এখন আমরা আলোচনা করবো নামাজের ফরজ কয়টি সেই সম্পর্কে। নামাজের ফরজ ১৩ টি। তারমধ্যে নামাজের বাহিরে ৭ ফরজ আর নামাজের ভেতর ৬ টি ফরজ। চলুন নামাজের বাহিরের এবং ভেতরের মোট ১৩ ফরজগুলো জেনে নিই।
নামাজের বাহিরের ৭ ফরজ গুলো হলোঃ
১. পবিত্র হওয়া বা শরীর পাক
২. কাপড় পাক বা পবিত্র হওয়া
৩. সতর ঢাকা অর্থাৎ পুরুষের নাভি থেকে হাটুর নিচ পর্যন্ত ভালোভাবে ঢাকতে হবে। আর নারীদের মেয়েদের মুখমণ্ডল হাতের খব্জি এবং পায়র পাতা ছাড়া সকল কিছু ঢাকতে হবে।
৪. নামাজের জায়গা পাক পবিত্র হওয়া
৫. কিবলা মুখী হয়ে নামাজে দাঁড়ানো
৬. সময় মতো অর্থাৎ ওয়াক্তের নামাজ ওয়াক্ত মতো পড়া।
৭. নামাজ শুরু করার আগে নামাজের নিয়ত করা
আরো পড়ুনঃ চর্মরোগ কেন হয় - চর্মরোগ থেকে মুক্তির ৫ টি উপায়
নামাজের ভিতরে ৬ ফরজ গুলো হলোঃ
১. তাকবিরে তাহরিমা বলে নামাজ শুরু করা সহজে বলতে গেলে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা।
২. কিরাত পাঠ করা কোরআন শরীফের ছোট তিনটা আয়াত ও বড় একটা আয়াত পাঠ করা
৩. ওয়াজিব ও ফরজ নামাজ দাড়িয়ে পাঠ করা
৪. রুকু করা নামাজের ভিতরের ফরজ
৫. দুই সেজদা করা নামাজের ভিতরের ফরজ
৬. শেষ বৈঠক অর্থাৎ শেষ সেজদা থেকে উঠে তাশাহুদ পরিমাণ বসে থাকা।
এই হলো নামাজের ভিতরের এবং বাহিরের মিলিয়ে ১৩ টি ফরজ। আপনি যদি নামাজ আদায় করতে চান তাহলে অবশ্যই এই ১৩ টি ফরজ মানতে হবে নইতো নামাজ সঠিক ভাবে হবেনা। তাই এই ফরজ গুলো ভালোভাবে মুখস্থ করে নিবেন।
পাঁচ ওয়াক্ত নামাজ মোট কত রাকাত
পাঁচ ওয়াক্ত নামাজ মোট কত রাকাত এই বিষয়ে যদি জানতে চান তাহলে এই অংশটি আপনার জন্য। পাঁচ ওয়াক্ত নামাজ মোট ৩২ রাকাত। এবার চলুন জেনে নেওয়া যাক পাঁচ ওয়াক্ত নামাজের ৩২ রাকাত কোন নামাজে কত রাকাত করে রয়েছে।
- ফজরের নামাজ ৪ রাকাত। দুই রাকাত ফরজ ও দুই রাকাত সুন্নত।
- যোহরের নামাজ ১০ রাকাত। চার রাকাত সুন্নত চার রাকাত ফরজ এবং দুই রাকাত সুন্নত।
- আসরের নামাজ ৪ রাকাত এবং চার রাকাতই ফরজ।
- মাগরিবের নামাজ ৫ রাকাত। তিন রাকাত ফরজ এবং দুই রাকাত সুন্নত।
- এশার নামাজ ৯ রাকাত। চার রাকাত ফরজ দুই রাকাত সুন্নত এবং ৩ রাকাত বিতর।
আরো পড়ুনঃ রবিন নামের অর্থ কি ও রবিন নামের রাশিফল
এই হলো পাঁচ ওয়াক্ত নামাজের ৩২ রাকাত। আপনি যদি সঠিক নিয়মে সঠিক ভাবে নামাজ আদায় করতে চান তাহলে ৩২ রাকাতই নামাজ আদায় করতে হবে। এভাবে প্রতিদিন যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন তাহলে অনেজ সওয়াব পাবেন। যা আপনার ইহকাল ও পরকালের কাজে আসবে।
নামাজের ফরজ ওয়াজিব ও সুন্নত
উপরের অংশে আপনারা ইতোমধ্যে নামাজের ফরজ কয়টি ও কি কি জানতে পেরেছেন এবং নিচে জানতে পারবেন নামাজের সুন্নত তাই এবার জানবো নামাজের ওয়াজিব কয়টি। নামাজের ওয়াজিব মোট ১৪ টি এগুলো নিচে দেওয়া হলো।
১. সূরা ফাতিহা পাঠ করা
২. সূরা ফাতিহা শেষ করে সুরা মেলানো।
৩. রুকু সিজদা এবং কিরাআত এর মধ্যে তরতিব ঠিক মতো পালন করা।
৪. প্রথম দুই রাকাত কিরাআত এর জন্য নির্ধারণ করা
৫. রুকু করা এবং শেষ করে সোজা হয়ে দাড়ানো
৬. রুকু করা সিজদা করা এবং দাড়ানোর সময় একটু স্থীর থাকা।
৭. দুইটি সিজদা দেওয়ার মাঝখানে একটু সোজা হয়ে বসা
৮. চার রাকাত নামাজ হলে দুই রাকাতে একটু সময় বসে থাকা এবং আত্তাহিয়াতু পাঠ করা
৯. প্রথম বৈঠকে এবং শেষ বৈঠকে আত্তাহিয়াতু পাঠ করা
১০. ফজর মাগরিব এবং এশার নামাজে দুই রাকাতে ইমামেন জন্য উচ্চস্বরে কিরাআত পাঠ করা। আর যোহর ও আসরে উচ্চস্বরে কিরাআত না পাঠ করা।
১১. বিতরের নামাজ হলে দোয়া কুনুত পাঠ করা
১২. সালাম ফেরানো
১৩. প্রত্যেক রাকাতের ওয়াজিব নামাজে তরতিব ঠিকভাবে পালন করা
১৪. দুইটি ঈদের নামাজে ৬ টি তাকবির পাঠ করা বা বলা।
পাঁচ ওয়াক্ত নামাজের সুন্নত কত রাকাত
পাঁচ ওয়াক্ত নামাজের সুন্নত কত রাকাত অনেকেই প্রশ্ন করে থাকেন পাঁচ ওয়াক্ত
নামাজের মধ্যে সুন্নত ২০ রাকাত। কিন্তু ওয়াক্তে কত রাকাত সুন্নত তা হয়তো
আমরা অনেকে জানিনা। আসুন জেনে নেওয়া যাক পাঁচ ওয়াক্ত নামাজের কোন
ওয়াক্তে কত রাকাত সুন্নত।
- ফজরের নামাজে ২ রাকাত সুন্নত
- যোহরের নামাজের আগে চার রাকাত সুন্নত এবং শেষে দুই রাকাত সুন্নত
- আসরের নামাজে ৪ রাকাত সুন্নত
- মাগরিবের নামাজে ২ রাকাত সুন্নত
- এশার নামাজে প্রথমে ৪ রাকাত সুন্নত এবং শেষে ২ রাকাত সুন্নত।
পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ কত রাকাত
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ আর এই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ১৭ রাকাত ফরজ নামাজ রয়েছে। কোন ওয়াক্তে কত রাকাত ফরজ তা জেনে নিন।
- ফজরের নামাজে ২ রাকাত ফরজ
- যোহরের নামাজে ৪ রাকাত ফরজ
- আসরের নামাজে ৪ রাকাত ফরজ
- মাগরিবের নামাজে ৩ রাকাত ফরজ
- এশার নামাজে ৪ রাকাত ফরজ
আরো পড়ুনঃ ঠোঁট ফাটা কিভাবে দূর করা যায় এবং ঠোঁট ফাটার ক্রিমের নাম
এই হলো পাঁচ ওয়াক্ত নামাজের ১৭ রাকাত ফরজ। আর পাঁচ ওয়াক্ত নামাজে এই ১৭ রাকাত ফরজ অবশ্যই পড়তে হবে নইতো নামাজ কবুল হবেনা। আল্লাহ আমাদের সবাইকে সঠিক নিয়মে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন।
নামাজের ফরজ ওয়াজিব কয়টি - পাঁচ ওয়াক্ত নামাজ মোট কত রাকাতঃ শেষ কথা
আশা করছি আজকের আর্টিকেলটি পড়ে আপনারা নামাজের ফরজ ওয়াজিব কয়টি পাঁচ ওয়াক্ত নামাজ মোট কত রাকাত নামাজের ফরজ ওয়াজিব ও সুন্নত পাঁচ ওয়াক্ত নামাজ মোট কত রাকাত এ সকল বিষয় সহ এই সম্পর্কিত আরো কিছু বিষয়ে বেশ ভালোভাবে জানতে পেরেছেন। তাই আজকের পোস্টটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিবেন ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url