আরবি কোন মাসে বিয়ে করা নিষেধ - আরবি কোন মাসে বিয়ে করা উত্তম
তাহলে চলুন নিচের অংশগুলো থেকে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক আরবি কোন মাসে বিয়ে করা নিষেধ এবং আরবি কোন মাসে বিয়ে করা উত্তম এই সকল বিষয়ে। এছাড়াও এরকম আরো বেশ কয়েকটি বিষয়ে জানতে পারবেন।
পোস্ট সূচিপত্রঃ আরবি কোন মাসে বিয়ে করা নিষেধ - আরবি কোন মাসে বিয়ে করা উত্তম
- আরবি কোন মাসে বিয়ে করা নিষেধ
- আরবি কোন মাসে বিয়ে করা উত্তম
- বিয়ের জন্য কোন দিন শুভ
- জন্মবারে বিয়ে হলে কি হয়
- ভাদ্র মাসে বিয়ে করলে কি হয়
- কোন মাসে বিয়ে করা ভালো
- আরবি কোন মাসে বিয়ে করা নিষেধ - আরবি কোন মাসে বিয়ে করা উত্তমঃ শেষ কথা
আরবি কোন মাসে বিয়ে করা নিষেধ
বাংলা এবং ইংরেজি যেমন ১২ মাস হয়েছে আরবিতেও তেমনি বারোমাস হয়েছে। এখন অনেকেই প্রশ্ন করে থাকেন আরবি কোন মাসে বিয়ে করা নিষেধ? আসলে আমাদের ইসলাম ধর্ম এমন একটি শ্রেষ্ঠ ধর্ম এখানে হালাল কোন কাজের জন্য কোন নির্দিষ্ট সময় এবং বিধি-নিষেধ নেই।
সেজন্য কোন ব্যক্তি যদি বিয়ে করতে চাই তাহলে আরবি কোন মাসেই বিয়ে করা নিষেধ নেই। তাই যারা জানতে চাইছিলেন আরবি কোন মাসে বিয়ে করা নিষেধ তাদের বলবো আরবী কোন মাসেই বিয়ে করা নিষেধ নেই যে কোন মাসে চাইলে বিয়ে করতে পারবেন।
আরো পড়ুনঃ নামাজের ফরজ ওয়াজিব কয়টি - পাঁচ ওয়াক্ত নামাজ মোট কত রাকাত
তবে দেখা যায় যে রমজান মাস একটি সংযমের মাস সেজন্য রমজান মাসে তেমন বিয়ে হয়ে থাকে না।কারন এই সময় বিয়ে করলে নতুন বিবাহ করা বউ এর থেকে দূরত্ব রাখতে পারবে না এতে করে রোজার ক্ষতি হবে। তাই এই মাসে বিয়ে করা থেকে বিরত থাকা উচিত। তবে কেউ যদি নিজেকে কন্ট্রোল করতে পারে তাহলে এই মাসেও বিয়ে করা যাবে। আশা করছি আরবি কোন মাসে বিয়ে করা নিষেধ এ বিষয়ে একটি সঠিক ধারণা পেলেন।
আরবি কোন মাসে বিয়ে করা উত্তম
আরবি কোন মাসে বিয়ে করা উত্তম এ বিষয়ে জানতে চাই অনেকে ইন্টারনেটে সার্চ করে থাকে না আসলে বিয়ে করা একটি ফরজ কাজ সেজন্য এটা যেকোনো সময় যেকোনো মাসে উত্তম। তবে অনেকেই আরবি মাস অনুযায়ী বিয়ে করতে চাই সেজন্য জানতে চাই আরবি কোন মাসে বিয়ে করা উত্তম।
তো যারা আরবি মাস অনুযায়ী বিয়ে করতে চাচ্ছেন তাদের জন্য উত্তম মাস হলো শাওয়াল
মাস এবং শাওয়াল মাসের শুক্রবারে বিয়ে করার সবচেয়ে বেশি উত্তম
হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাস কে বিয়ে
করার জন্য সবচেয়ে ফজিলতপূর্ণ এবং উত্তম মাস হিসেবে জানিয়ে গেছেন।
এছাড়াও অনেকে বলে থাকেন আরবি শাওয়াল মাসে বিয়ে করা মুস্তাহাব। তবে আমাদের
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা
আনহা এই শাওয়াল মাসে বিবাহ করেন এবং তিনি আরো বলেন শাওয়াল মাসেই তাদের
বাসর হয়। তাই এর থেকে বোঝা যায় আরবি শাওয়াল মাসে বিয়ে করা সবচেয়ে
বেশি উত্তম।
বিয়ের জন্য কোন দিন শুভ
বিয়ের জন্য কোন দিন শুভ এটা শুধুমাত্র মহান আল্লাহ বলতে পারবেন। তবে আপনি যদি জ্যোতিষ বিদ্যা অনুযায়ী জানতে চান তাহলে এটা আপনার রাশিচক্র গণনা করে বলতে হবে বিয়ের জন্য কোন দিন শুভ। আর আপনি যদি ইসলামী ভাবে জানতে চান তাহলে বলা যায় বিয়ে করার জন্য শুক্রবার সবচেয়ে শুভ দিন।
আরো পড়ুনঃ ঘুমানোর দোয়া বাংলা অর্থসহ - ঘুম থেকে উঠার দোয়া বাংলায়
কারণ মহান আল্লাহ সপ্তাহে ৭ দিনের মধ্যে শুক্রবারকে সবচেয়ে শ্রেষ্ঠ একটি দিন করেছেন। এই শুক্রবার দিনকে আবার গরিবের হজের দিনে বলা হয়ে থাকে। তাই সব মিলিয়ে বিয়ের জন্য শুক্রবার দিন শুভ। এছাড়াও সকল দিনেই করা যাবে এতে করে যে অশুভ হবে এরকম কোন কথা নেই। একটা কথা মনে রাখবেন আল্লাহর উপর বিশ্বাস রেখে কোন কাজ করলে অবশ্যই সেটা শুভ হবে।
জন্মবারে বিয়ে হলে কি হয়
জন্ম বারে বিয়ে করলে বিভিন্ন রকম সমস্যা হয় এটা নিয়ে আমাদের মধ্যে বিভিন্ন রকম
ভ্রান্ত ধারণা রয়েছে। বিশেষ করে এই ভ্রান্ত ধারণাটি এসেছে হিন্দু ধর্ম থেকে
কারণ তাদের মধ্যে একটি প্রচলিত প্রথা রয়েছে জন্ম বারে বিয়ে করা যায় না সেটা
থেকে মুসলমানদের মধ্যে এটি ছড়িয়ে পড়েছে।
আসলে যারা মনে করেন জন্ম বারে বিয়ে করলে বিভিন্ন রকম সমস্যা হতে পারে তাদের এ ধারণাটি সম্পূর্ণ ভুল। কারণ মহান আল্লাহর সৃষ্টি করা দিন বার মাস সবগুলোই উত্তম। তাই কেউ যদি তার নিজের জন্ম গ্রহণ করা দিনে বিয়ে করে তাহলে এটা কোনরকম খারাপ হবে না বা কোন রকম ক্ষতি হবে না।
তাই আপনারা আপনাদের মধ্যে এই ভ্রান্ত ধারণা পুষে রাখবেন না। যদি বিয়ে আপনার
জন্য ফরজ হয়ে থাকে অর্থাৎ বয়স হয়ে থাকে তাহলে আপনি চাইলে আপনার জন্ম বারেও
বিয়ে করতে পারবেন।
ভাদ্র মাসে বিয়ে করলে কি হয়
আমরা মুসলিম সমাজে বসবাস করলেও আমাদের মধ্যে রয়েছে অনেক কুসংস্কার। যেমন
একটি কুসংস্কার হল ভাদ্র মাসে বিয়ে করলে নাকি অমঙ্গল হয়। আসলে এরকম কোন
কথাই ছিলাম ধর্ম বলে না বা ইসলাম ধর্মের কোন ধর্মগ্রন্থে পাবেন না।
তাই যারা এরকমটি মনে করে থাকেন ভাদ্র মাসে বিয়ে করা যাবে না তারা একদম ভুল পথে
আছেন।আপনারা হয়তো সবাই ভালো করে জানেন দিন মাস বছর মিনিট সেকেন্ড সবকিছু
আল্লাহর সৃষ্টি সেজন্য আল্লাহর সৃষ্টি করা কোন কিছুই অমঙ্গল হতে পারে
না। তাই আপনারা চাইলে ভাদ্র মাসে বিয়ে করতে পারেন এতে করে কোন অমঙ্গল হবে
না এতে করে কোন সমস্যা নেই।
কোন মাসে বিয়ে করা ভালো
কোন মাসে বিয়ে করা ভালো তাই তোমাদের আপনাদের উপরের অংশ জানিয়ে দিয়েছি। আপনি যদি আরবি মাস অনুযায়ী বিয়ে করতে চান তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে শাওয়াল এবং শাবান মাসে বিয়ে করা। আর ইংরেজি মাস অনুযায়ী যদি বিয়ে করতে চান তাহলে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বিয়ে করা ভালো হবে।
বিশেষ করে যখন শীতকাল থাকে তখন সেই সময় বেশিরভাগ বিয়ে হয়ে থাকে তাই আপনি চাইলে এই সময় করতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন বিয়ে করার জন্য সব মাস সব দিন এবং সব বছরই ভালো তাই আপনারা কখনো কুসংস্কারে বিশ্বাস করবেন না এবং এমনটি মনে করবেন না যে এই মাসে এই দিনে বিয়ে করা অমঙ্গল হবে।
আরো পড়ুনঃ ফরজ গোসল কখন করতে হয় - কতটুকু বীর্য বের হলে গোসল ফরজ হয়
মোটকথা সব সময় আল্লাহর উপর ভরসা রেখে বিয়ে সহ সকল কাজ করবেন তাহলে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট থাকবে এবং আপনার উপর থেকে সকল ধরনের বালা মুসিবত চলে যাবে। আল্লাহ সকলের মঙ্গল করুন আমীন।
আরবি কোন মাসে বিয়ে করা নিষেধ - আরবি কোন মাসে বিয়ে করা উত্তমঃ শেষ কথা
আরবি কোন মাসে বিয়ে করা নিষেধ এবং আরবি কোন মাসে বিয়ে করা উত্তম এগুলো সম্পর্কে আজকে আলোচনা করা হয়েছে আশা করছি আপনারা এগুলো বিষয়ে সঠিক ভাবে জানতে পেরেছেন। তো এগুলো বিষয়ে জানতে পেরে আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে আমাদের জানাতে পারেন
এবং এরকম আরও বিভিন্ন রকম ইসলামিক আর্টিকেল আমাদের ওয়েবসাইটে নিয়মিত পাবলিশ করা হয়ে থাকে সেজন্য আমাদের ওয়েবসাইট নিয়মিত ঘুরে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url