বাচ্চাদের দ্রুত ঘুম পাড়ানোর উপায় - বাচ্চার কান্না থামানোর দোয়া

আসসালামু আলাইকুম আজকে আপনাদের জানাবো বাচ্চাদের দ্রুত ঘুম পাড়ানোর উপায়। এবং বাচ্চার কান্না থামানোর দোয়া। অনেক ছোট বাচ্চা রয়েছে তারা অনেক সময় তাড়াতাড়ি ঘুমাতে চায় না সেজন্য এগুলো উপায় জেনে রাখলে বাচ্চাদেরকে তাড়াতাড়ি ঘুম পাড়াতে ভালো উপকারী হবে।
বাচ্চাদের দ্রুত ঘুম পাড়ানোর উপায়

তাই চলুন আজকের আর্টিকেলের নিচের অংশগুলো থেকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক বাচ্চাদের দ্রুত ঘুম পাড়ানোর উপায় এবং বাচ্চাদের কান্না থামানোর দোয়া সহ এই সম্পর্কিত আরো বেশ কিছু বিষয়ে বিস্তারিত তথ্য। 

পোস্ট সূচিপত্রঃ বাচ্চাদের দ্রুত ঘুম পাড়ানোর উপায় -  বাচ্চার কান্না থামানোর দোয়া 

বাচ্চাদের দ্রুত ঘুম পাড়ানোর উপায়

অনেক ছোট বাচ্চা রয়েছে যারা রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাতে চায় না। আর একটি ছোট বাচ্চা যখন বেশি ঘুমাবে না তখন তার বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হবে তাই অনেক বাবা মা চিন্তিত থাকেন কিভাবে বাচ্চাদের তাড়াতাড়ি ঘুমানো যাবে এই বিষয় নিয়ে। তাই আজকের পোস্টের এই অংশ থেকে জেনে নিন বাচ্চাদের দ্রুত ঘুম পাড়ানোর উপায় গুলোঃ

১। সবকিছুর একটি নির্দিষ্ট সময় রয়েছে তেমনি ঘুমেরও একটি নির্দিষ্ট সময় রয়েছে তাই আপনার শিশুকে ঠিকমতো ঘুম পাড়ানোর জন্য ঘুমের একটি নির্দিষ্ট সময় ঠিক করুন। এবং সেই নির্দিষ্ট সময়ে বাচ্চাদেরকে বিছানায় নিয়ে যান এবং ঘুমানোর চেষ্টা করুন। 

২। রাতের বেলা যখন বাচ্চা কি ঘুমাতে চাইবেন তখন বিছানায় নিয়ে যাবেন তারপরে রুমের লাইট বন্ধ করে দিবেন কারণ বাচ্চাদের চোখে যখন লাইটের আলো পড়বে তখন তারা ঘুমাতে চাইবে না। তুমি লাইট বন্ধ করে ঘুমানোর চেষ্টা করবেন তাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে। 

আরো পড়ুনঃ ঘুমানোর দোয়া বাংলা অর্থসহ - ঘুম থেকে উঠার দোয়া বাংলায় 

৩। অনেক মা বাবার অভ্যাস রয়েছে ছোট বাচ্চাদেরকে মোবাইল ফোন দেখানোর। যখন তারা মোবাইল ফোন দেখতে আসক্ত হয়ে যাবে তখন তারা তাড়াতাড়ি ঘুমাতে চাইবে না তাই বাচ্চাদেরকে দ্রুত ঘুমাতে চাইলে অবশ্যই রাতের বেলা তাদেরকে মোবাইল দেখাবেন না।

৪। বাচ্চাদের শরীরে তাপমাত্রা বেশি থাকলে তারা তাড়াতাড়ি ঘুমাতে চায় না সেজন্য মাঝে মাঝে বাচ্চাদেরকে হালকা গরম উষ্ণ পানি দিয়ে গোসল করাবেন এদের শরীরের তাপমাত্রা কম থাকবে এবং তারা রাতের বেলা দ্রুত ঘুমিয়ে যাবে। 

৫। অনেক বাচ্চারা যখন ঘুমাতে চাই তখন তাদেরকে কোলে নিয়ে ঘুমায় দেয়। কিন্তু বাচ্চাদের বিছানায় ঘুমানোর অভ্যাস করা প্রয়োজন। বাচ্চাকে কোলে নিয়ে থাকেন তাহলে নড়াচড়া হতে পারে এতে করে তাদের ঘুম ভেঙ্গে যেতে পারে এবং পরবর্তীতে আর ঘুমাতে চাইবে না। 

৬। বাচ্চাদের শরীর যদি শান্তি থাকে তাহলে তারা এমনিতেই তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। সেজন্য বাচ্চাদের শরীর শান্ত রাখতে চাইলে বাচ্চাদের শরীর বেবি লোশন দিয়ে মালিশ করে দিন। তাহলে তারা শান্তি পাবে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে। 

বাচ্চার কান্না থামানোর দোয়া

আমাদের পবিত্র কোরআনে সকল সমস্যার সমাধান রয়েছে। যেমন অনেক বাচ্চা রয়েছে যারা অতিরিক্ত কান্নাকাটি করে। তাই বাচ্চাদের এই অতিরিক্ত কান্না থামানোর জন্য একটি দোয়া রয়েছে এটা পড়ে যদি বাচ্চাদের শরীরে ফু দিতে পারেন তাহলে বাচ্চাদের কান্না থেমে যাবে ইনশাআল্লাহ। বাচ্চার কান্না থামানোর দোয়া দোয়াটি হলোঃ 

আরবিঃ شهيد الله عليه لا إله إلا هو والملايكة وأولول علمي قيمام بلقيسي لا إله إلا هو و الأزرق الحكيم

উচ্চারণঃ শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়িকাতু ওয়া উলুল ইলমি ক্বায়িমাম বিলক্বিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আযীযুল হাকীম।

বাংলা অর্থঃ আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে তিনি নিশ্চয় অন্য উপাস্য নাই এবং জ্ঞানীগণ ও ফেরাশতাগণ তাহার সুবিচার বিশ্বাস করেন। এবং মহাপরক্রমশালী আল্লাহ ব্যতীত অন্য কোন উপাস্য নেই। 

বাচ্চা রাতে না ঘুমালে করণীয়

বাচ্চা রাতে না ঘুমালে করণীয় হল। উপরের অংশে বলা দোয়াটি পাঠ করবেন এবং বাচ্চাদের শরীরে বা বুকে ফু দিবেন। এবং বাচ্চা রাতে তাড়াতাড়ি না ঘুমাতে চাই তাহলে বাচ্চাকে বুকের দুধ পান করাবেন তাহলে দেখবেন বাচ্চার তাড়াতাড়ি ঘুম চলে আসবে। 

আরো পড়ুনঃ নামাজের ফরজ ওয়াজিব কয়টি - পাঁচ ওয়াক্ত নামাজ মোট কত রাকাত

এছাড়াও রাতে যখন বাচ্চা ঘুমাতে চাইবে না তখন রুমের লাইট অফ করে দিবেন এবং তাকে নিয়ে শুয়ে থাকবেন। তাহলে দেখবেন আস্তে আস্তে বাচ্চার তাড়াতাড়ি ঘুম চলে আসবে এবং দ্রুত ঘুমিয়ে পড়বে। এছাড়া উপরের অংশে বলা সকল নিয়মগুলো মেনে চলবেন। 

তাড়াতাড়ি ঘুমানোর দোয়া বাংলা - ঘুমানোর আগে দোয়া

অনেক রাতে তাড়াতাড়ি ঘুম আসে না আর রাতে ঘুম না হওয়ার ফলে বিভিন্ন রকম শারীরিক এবং মানসিক সমস্যা সৃষ্টি হয়। তাই আপনি যখন ঘুমাতে বিছানায় যাবেন তখন ঘুমানোর দোয়াটি পড়ে নিবেন এতে করে তাড়াতাড়ি ঘুম আসবে এবং এই দোয়াটি পাঠ করলে ঘুমের মধ্যে কোন খারাপ স্বপ্ন দেখবেন না। দোয়াটি হল। 

আরবিঃ اللهمّ جا راتن نجم و حداتيل يوون و أنت حيون قيوم لا تاخوجوكا سيناتو و لا نعوم، يا حيو يا قيوم عهدية ليلى و أنيم عيني

উচ্চারণঃ আল্লাহুম্মা গা রাতিন নুজুম ওয়া হাদাআতিল উয়ুন ওয়া আনতা হাইয়ুন ক্বাইয়ুম লা তাঅখুযুকা সিনাতুউ ওয়ালা নাওম, ইয়া হাইয়ু ইয়া ক্বাইয়ুম আহদিঅ লাইলী ওয়া আনিম আইনি।

বাংলা অর্থঃ হে মহান আল্লাহ তারকারাজি নিভে গেছে। ও চোখগুলো ঘুমে শান্ত হয়ে গেছে। হে আল্লাহ আপনি তো মহান যাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করতে পারেনা। আপনি আমার রাতকে শান্তিময় করুন ও আমার চোখে ঘুম দিন।

বাচ্চাদের সুস্থতার জন্য দোয়া

বাচ্চার একটু বেশি অসুস্থ হয়ে থাকে সেজন্য পবিত্র কুরআনে বাচ্চাদের সুস্থতার জন্য একটি দোয়া রয়েছে এটা যদি পাঠ করে বাচ্চাদের শরীরে ফু দিতে পারেন তাহলে আল্লাহর রহমতে অসুস্থতা থেকে বাঁচা সুস্থতা লাভ করবে। বাচ্চাদের সুস্থতার জন্য দোয়া টি হলোঃ 

আরবিঃ أويوكوما بكاليماتيلاهيت تماتي من كولي شيطانين و هاماتين و من كولي عينين لماتين

উচ্চারণঃ উয়িযুকুমা বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন।

আরো পড়ুনঃ বুকের দুধ বৃদ্ধির ১০ টি ঘরোয়া উপায় - বুকের দুধ শুকিয়ে যায় কেন

বাংলা অর্থঃ সকল শয়তানের বদনজর ও কীটপতঙ্গ হতে তোমাদেরকে সম্পূর্ণ কালেমা সমূহের আশ্রয়ে দিচ্ছি। 

বাচ্চাদের বদনজরের দোয়া

পবিত্র কুরআনে সকল বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া রয়েছে। বাচ্চাদের বদ নজরের দোয়া অনেকে জানতে চান। আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের বদনজরের একটি দোয়া শিখিয়ে গেছেন দোয়াটি হল। 

আরবিঃ بسم الله لاجي لا يدورو ماسميهي شايون في أرضي ولا فيس سامايي وهوس ساميول عليم

বাংলা উচ্চারণঃ বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মাআসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামায়ি ওয়া হুয়াস সামিউল আলিম।

বাংলা অর্থঃ মহান আল্লাহর নামে যার নামের বরকতে আসমান ও জমিন কোনো বস্তুুই ক্ষতি করতে পারে না। তিনি মহাজ্ঞানী এবং তিনিই সর্বশ্রোতা।

ঘুমানোর দোয়া ছবি

বন্ধুরা  আপনাদের ইতোমধ্যে ঘুমানোর দোয়া আরবি বাংলা অর্থসহ জানিয়েছি। কিন্তু অনেকে ঘুমানোর দোয়া ছবি খুজে থাকে। তাই এখন এই অংশে ঘুমানোর দোয়া ছবি দেওয়া হলো এই ছবি ডাউনলোড করে রাখতে পারেন এবং মুখস্থ করতে পারেন।

ঘুমানোর দোয়া ছবি

বাচ্চাদের দ্রুত ঘুম পাড়ানোর উপায় -  বাচ্চার কান্না থামানোর দোয়াঃ শেষ কথা

বাচ্চাদের দ্রুত ঘুম পাড়ানোর উপায় বাচ্চার কান্না থামানোর দোয়া সম্পর্কে আজকের আর্টিকেলের মাধ্যমে আপনাদের সকল তথ্য জানানোর চেষ্টা করেছি। তো এগুলো জানতে পেরেছেন আশা করছি আপনারা এখন যদি আপনার ছোট বাচ্চা থাকে তাহলে এগুলো উপায়গুলো অবলম্বন করে বাচ্চাকে তাড়াতাড়ি ঘুম পাড়াতে পারেন। আমাদের আর্টিকেলটি আপনাদের কেমন লেগেছে তার কমেন্ট করে আমাদের জানাবেন। এবং আমাদের ওয়েবসাইট নিয়মিত ফলো করবেন ধন্যবাদ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url