এসি চালানোর সঠিক নিয়ম - এসি দাম কত

এসি চালানোর সঠিক নিয়ম এবং এসি দাম কত এ বিষয়ে সার্চ করে যদি আমাদের আর্টিকেল ওপেন করেন তাহলে সঠিক জায়গায় এসেছেন আজকে আপনাদেরকে এসি চালানোর সঠিক নিয়ম এবং এসি দাম কত এই সকল বিষয়ে বিস্তারিত সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব।
এসি চালানোর সঠিক নিয়ম - এসি দাম কত

এছাড়া আজকের আর্টিকেল থেকে আপনারা আরো জানতে পারবেন এসি একটানা কতক্ষণ চালানো যায় এসির তাপমাত্রা কত রাখা উচিত এসি ব্যবহারের সুবিধা ও অসুবিধা এবং এসি রিমোট চালানোর নিয়ম সম্পর্কে। তাহলে চলুন নিচের অংশগুলো থেকে বিস্তারিতভাবে সকল কিছু জেনে নেওয়া যাক। 

পোস্ট সূচিপত্রঃ এসি চালানোর সঠিক নিয়ম - এসি দাম কত 

এসি চালানোর সঠিক নিয়ম 

আপনি নতুন এসি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাকে এসি চালানোর সঠিক নিয়ম জানতে হবে। অনেকেই নতুন এসি কিনে থাকেন কিন্তু এসি চালানোর সঠিক নিয়ম জানেন না। বেশিরভাগ মানুষই এসি চালাতে গিয়ে বিভিন্ন রকম ভুল করে থাকেন তাই আজকের আর্টিকেলের এই অংশ থেকে জেনে নিন এসি চালানোর সঠিক নিয়ম। 

১। এসি চালানোর প্রথম নিয়ম হলো এসি স্বাভাবিক তাপমাত্রায় রাখার চেষ্টা করুন অনেকে মনে করে থাকেন যদি কম তাপমাত্রায় রাখা হয় তাহলে রুম ঠান্ডা হবে এবং বিদ্যুৎ বিল কম আসবে তবে এটা একদমই ঠিক নয় তাই এসির তাপমাত্রা স্বাভাবিক ২৪ ডিগ্রিতে রাখার চেষ্টা করুন। 

২। অতিরিক্ত গরমের সময় ঘরের তাপমাত্রা অনেক বেশি হয়ে থাকে তাই আপনি যখন এসি চালু করবেন তার আগে ঘরের দরজা জানালা ভালোভাবে খুলে দিবেন দিয়ে কিছুক্ষণ ফ্যান ছেড়ে রাখবেন এতে করে ঘরে তাপমাত্রা কিছুটা কমলে তখন এসি অন করবেন তাহলে এতে করে রুম ঠান্ডা হবে। 

৩। আপনি যখন রুমে এসি অন করেন তার পাশাপাশি যদি রুমে কোন ইলেকট্রনি ডিভাইস চালু করা থাকে তাহলে সেগুলোর তাপমাত্রার কারণে এসির বিদ্যুৎ বিল বেশি আসতে পারে তাই যদি সম্ভব হয় তাহলে এসি অন করার আগে অন্যান্য ডিভাইস গুলো বন্ধ করবেন। 

৪। এসির ভিতর একটি ফিল্টার রয়েছে যেটার মাধ্যমে ঠান্ডা হওয়া বের হয়ে থাকে তো আমাদের রুমে যেহেতু বিভিন্ন রকম ধুলাবালি এবং ময়লা থাকে সেগুলো এসির ফিল্টারের মধ্যে প্রবেশ করে তাই মাঝে মাঝে এসির ফিল্টার পরিষ্কার করবেন। এতে করে এসির কোন সমস্যা হবে না। 

আরো পড়ুনঃ হ্যাকিং থেকে বাঁচার উপায় - মোবাইল হ্যাক হলে কি করবো

৫। যখন এসি অন করবেন তারপরে রুমের দরজা জানালা বন্ধ করে রাখুন অনেকেই একটু পর পর হয়তো দরজা জানালা খুলে থাকেন কিন্তু এমনকি করা যাবে না কারণ এসি অন অবস্থায় যদি বাইরের হাওয়া ভিতরে ঢুকে তাহলে এসির উপর অনেক বেশি প্রেসার পড়ে। 

৬। নিয়মিত এসি ব্যবহার করছেন কিন্তু অনেকদিন ধরে এসি সার্ভিসিং করেন না এটা একদমই করা যাবে না মাঝে মাঝে আপনার এসির সার্ভিসিং করাতে হবে এতে করে এসির কোন রকম সমস্যা হবে না এবং এসি ঠিক থাকলে বিদ্যুৎ বিল কম আসবে। 

৭। কিছু কিছু মানুষ রয়েছে যারা সারাক্ষণ এসি অন করে রাখে। যদি আপনি রুমের বাইরে চলে যান তাহলে অবশ্যই এসি বন্ধ করে দিবেন এতে করে আপনার এসি ঠিক থাকবে এবং বিদ্যুৎ বিল কম আসবে। আর যদি দেখেন অতিরিক্ত ঠান্ডা লাগছে তাহলে এসির পাওয়ার কমিয়ে দিবেন অথবা বন্ধ করে দেবেন। 

এসি দাম কত

গরমের সময় সবচেয়ে প্রয়োজনীয় একটি জিনিস হল এসি। অনেকে নতুন এসি নিতে চাচ্ছেন কিন্তু এসি দাম কত সে সম্পর্কে তেমন একটা ধারণা নেই। বাজারে বিভিন্ন মডেলের এবং বিভিন্ন কোম্পানির এসি পাওয়া যায় এক একটি এসির দাম একেক রকম হয়ে থাকে। বেশ কয়েকটি মডেলের এসির দাম জেনে নিন। 

  • Gree GS-18CZ/CT 1.5 Ton Energy Saving Air Conditioner - Price 55,990 tk
  • Samsung AR24CVFYAWKUFE 2-Ton Step-Up Wi-Fi AC - Price 79,000 tk
  • General ASGA18FMTA 18000 BTU 1.5 Ton Split Air Conditioner - Price 85,000 tk
  • Gree GS-18XFV32 Fairy 1.5-Ton Inverter AC - Price 63,990 tk
  • Xiaomi Viomi A1 1-Ton Split Smart AC - Price 36,990 tk
  • Midea MSM-30CRN1 2.5 Ton Energy Saving AC - Price 68,000 tk

এই হল বিভিন্ন মডেলের বিভিন্ন এসির দাম। এর মধ্যে থেকে যেগুলো আপনার পছন্দ হবে সেগুলো আপনি কিনতে পারেন এছাড়া অনলাইনে মাধ্যমে বিডি স্টল ওয়েব সাইট থেকে এগুলো এসি কিনতে পারবেন। 

এসি একটানা কতক্ষণ চালানো যায়

অতিরিক্ত গরমে মানুষের অবস্থা একেবারে নাজেহাল হয়ে যায় সেজন্য এসি অনেক উপকারী একটি ইলেকট্রনিক্স ডিভাইস। এটা প্রচণ্ড গরমের সময় ঠান্ডা প্রশান্তির জন্য অনেক ভালো কাজ করে থাকে। এজন্য অনেকেই এসি ব্যবহার করে থাকেন কিন্তু এসি একটানা কতক্ষণ চালানো যায় এটা অনেকেরই তেমন একটা জানা নেই। 

আরো পড়ুনঃ বাড়ির আশেপাশে থাকা wifi password - কিভাবে ফ্রি wifi চালানো যায় জানুন

এসি একটানা কতক্ষণ চালানো যাবে এটা তেমন একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়ে থাকে না তবে বিভিন্ন বিশেষজ্ঞদের মতে 24 ঘন্টার মধ্যে একটানা ১০ থেকে ১২ ঘণ্টার বেশি এসি চালানো উচিত নয়। যদি 10 থেকে 12 ঘন্টার বেশি এসি চালানো হয় তাহলে সেটা এসির কম্প্রেসারের ওপর অনেক বেশি চাপ ফেলে যেতে পারে এসির ক্ষতি হতে পারে। 

এসির তাপমাত্রা কত রাখা উচিত

আপনার হয়তো সবাই জেনে থাকবেন এসির তাপমাত্রা কম বেশি করা যায় তবে এসির তাপমাত্রা কত থাকা উচিত এটা অবশ্যই আপনাদের জেনে রাখা ভালো। এসির তাপমাত্রা ২০ থেকে ২৪ ডিগ্রির মধ্যে রাখা উচিত এতে করে এসির কোন সমস্যা হবে না এবং বিদ্যুৎ বিল অতিরিক্ত বেশি আসবে না। এসির তাপমাত্রা অনেক বেশি কমিয়ে রাখা যাবে না আবার অনেক বেশি বাড়িয়ে রাখা যাবে না। 

এসি ব্যবহারের সুবিধা ও অসুবিধা

এসি ব্যবহারের বেশ কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে। আপনাদেরকে আজকের আর্টিকেলের এই অংশে জানাবো এসি ব্যবহারের সুবিধা ও অসুবিধা গুলো কি কি প্রথমে আমরা জানবো সুবিধা গুলো। 

এসি ব্যবহারের সুবিধা

  • রুম ঠান্ডা রাখে
  • নিদ্রা ভালো হয়
  • অতিরিক্ত গরমের ক্লান্তি থেকে মুক্ত থাকা যায়
  • ইলেকট্রনিক সুরক্ষা দিয়ে থাকে
  • বায়ুর গুণগত মান উন্নত করে
  • রিমোটের মাধ্যমে কন্ট্রোল করা যায়

এসি ব্যবহারের অসুবিধা

  • অনেক বেশি বিদ্যুৎ খরচ হয়
  • বায়ু দূষণ করে
  • পরিবেশ দূষণ করে
  • রক্ষণাবেক্ষণের জন্য অনেক বেশি অর্থ খরচ করতে হয়
  • বিভিন্ন রকম স্বাস্থ্য সমস্যা দেখা দেয় যেমন সর্দি কাশি মাথা ব্যথা ইত্যাদি

এসি রিমোট চালানোর নিয়ম

অনেকেই এসি কিনে থাকেন কিন্তু এসির রিমোট চালানোর নিয়ম জানেন না এতে করে অনেক ভালো এসি কিনার পরেও ভুল নিয়মে চালানোর কারণে এসির বিভিন্ন রকম সমস্যা তৈরি হতে পারে।  তাই এসি রিমোট চালানোর নিয়ম জেনে রাখুন। 

আরো পড়ুনঃ ভালো টিভি চেনার উপায় - কোন ব্যান্ডের টিভি ভালো

অন অফ বাটনে ক্লিক করে এসি বন্ধ আবার চালু করতে পারবেন। প্লাস মাইনাস বাটনে ক্লিক করে এসি পাওয়ার কমবেশি করতে পারবেন। Heat বাটনে ক্লিক করে এসিড ঠান্ডা তাপমাত্রা গরম করতে পারবেন। এছাড়াও আরো অনেক বাটন রয়েছে সেগুলোর ব্যবহার সম্পর্কে আরো ভালোভাবে জানতে youtube এ বিষয়ে ভিডিও দেখতে পারেন। 

এসি চালানোর সঠিক নিয়ম - এসি দাম কত ঃ শেষ কথা

প্রিয় বন্ধুরা আশা করছি আজকের আর্টিকেলটি যদি আপনি পুরোপুরি মনোযোগ সহকারে পড়ে থাকেন তাহলে এসি চালানোর সঠিক নিয়ম এবং এসি দাম কত এ বিষয়সহ এই সম্পর্কিত আরো অনেকগুলো বিষয়ে বিস্তারিত ভাবে জানতে পেরেছেন। 

তো এগুলো বিষয় জানতে পেরে আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে আমাদের জানাতে পারেন এবং প্রতিনিয়ত এই রকম আরো নতুন নতুন তথ্য পেতে সব সময় আমাদের সাথেই থাকুন ধন্যবাদ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url