গলায় এলার্জির ঔষধ - গলার ভিতরে চুলকানি কেন হয়
এছাড়াও আজকের আর্টিকেল থেকে আরো জানতে পারবেন গলার ভিতরে চুলকানি দূর করার উপায়
গলা চুলকানি ও কাশির ঔষধ এর নাম গলায় এলার্জির লক্ষণ গলায় ইনফেকশনের লক্ষণ
ইত্যাদি এরকম আরো বেশ কিছু বিষয়ে।
পোষ্ট সূচিপত্রঃ গলায় এলার্জির ঔষধ - গলার ভিতরে চুলকানি কেন হয়
- গলার ভিতরে চুলকানি কেন হয়
- গলায় এলার্জির ঔষধ
- গলার ভিতরে চুলকানি দূর করার উপায়
- গলা চুলকানি ও কাশি ঔষধ
- গলায় এলার্জির লক্ষণ
- গলায় ইনফেকশনের লক্ষণ
- গলায় এলার্জির ঔষধ - গলার ভিতরে চুলকানি কেন হয় ঃ শেষ কথা
গলার ভিতরে চুলকানি কেন হয়
বিভিন্ন কারণে গলার মধ্যে চুলকানি হয়ে থাকে গলায় চুলকানির ঔষধের নাম জানার আগে
আপনাদের জানা প্রয়োজন গলার ভিতরে চুলকানি কেন হয়? আপনি যদি সমস্যাটি বুঝতে
পারেন তাহলে সেটি সমাধান করতে সুবিধা হবে। গলার ভিতরে চুলকানি হওয়ার বেশ
কয়েকটি প্রধান কারণ রয়েছে সেগুলো হলো।
এলার্জি - অনেকের এলার্জির সমস্যা থাকে এবং যখন এলার্জি সমস্যাটি
বৃদ্ধি পায় তখন গলার মধ্যে চুলকানি হয়ে থাকে। বিশেষ করে ধুলাবালি এবং
ময়লার মধ্যে গেলে এই এলার্জি বৃদ্ধি পেয়ে থাকে এবং গলা চুলকানি হয়ে
থাকে।
ইনফেকশন - গলায় বিভিন্ন ধরনের ইনফেকশন হয়ে থাকে যেমন ঠান্ডা লাগা
সর্দি কাশি কফ এলার্জি এবং টনসিলের ইনফেকশন জনিত সমস্যার কারণে গলার ভিতরে
চুলকানি হয়ে থাকে।
আরো পড়ুনঃ কিডনি ব্যথা দূর করার উপায় - কিডনি ড্যামেজের লক্ষণ
এজমা - অনেকের মধ্যে এজমার সমস্যা রয়েছে যাদের মধ্যে এই
সমস্যাটা একটু বেশি আছে তাদের গলার ভেতরে চুলকানি এবং কফ জমে থাকে।
বিভিন্ন খাদ্য - বিভিন্ন রকম খাদ্য যেমন গরুর মাংস চিংড়ি ইলিশ মাছ
এগুলো খাওয়ার কারণে অনেক সময় গলার ভেতরে চুলকানি হয়ে থাকে কারণ এগুলোর মধ্যে
কিছুটা এলার্জি রয়েছে।
পরিবেশগত কারণ - অনেক সময় পরিবেশগত কারণে গলার মধ্যে চুলকানি হয়
যেমন ধুলাবালি ধোয়া এবং দূষিত বাতাসের কারণে গলায় চুলকানি হয়।
গলায় এলার্জির ঔষধ
অনেকেই গলায় এলার্জির ঔষধ এর নাম জানতে চেয়ে থাকেন কিন্তু আপনাকে প্রথমে
পরীক্ষা করতে হবে যে আপনার গলায় এলার্জির কারণে চুলকানি হচ্ছে কিনা যদি এলার্জির
কারণে গলায় চুলকানি হয় তাহলে ঔষধ খেতে পারেন আর যদি অন্য কারণে হয় তাহলে অন্য
কোন পদক্ষেপ নিতে পারেন।
আপনার গলায় যদি এলার্জির সমস্যা হয়ে থাকে তাহলে সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য Nasivion Allergy 120 MG Tablet এটি সেবন করতে পারেন এটি এলার্জি এবং সর্দি কাশি গলা ব্যথার সমস্যা গুলো দূর করতে সাহায্য করে।
তবে যে কোন ওষুধ সেবন করার আগে অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে কারণ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করলে পরবর্তীতে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাই কখনো চিকিৎসকের পরামর্শ ছাড়া ইন্টারনেটে কোন ঔষধের নাম দেখে তার নিজ থেকে সেবন করবেন না।
গলার ভিতরে চুলকানি দূর করার উপায়
গলার ভিতরে চুলকানি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এতে করে আপনার সঠিক
পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে সঠিকভাবে চিকিৎসা নেওয়া যাবে। আর আপনি যদি
গলার ভিতরে চুলকানি দূর করার উপায় জানতে চান তাহলে বেশ কয়েকটি উপায় জেনে
নিন।
১। আপনার গলার মধ্যে যদি এলার্জির কারণে চুলকানি হয়ে থাকে তাহলে এলার্জি এড়িয়ে চলার চেষ্টা করুন অর্থাৎ যেগুলো এলার্জির কারণ রয়েছে সেগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন যেমন বিভিন্ন রকম খাবার এবং ধুলাবালি থেকে দূরে থাকবেন।
২। যদি ইনফেকশনের কারণে আপনার গলা চুলকানি হয়ে থাকে তাহলে সেটার চিকিৎসা গ্রহণ করুন দ্রুত। ইনফেকশন বলতে যেমন সর্দি-কাশি ঠান্ডা লাগা টনসিলাইসিস ইত্যাদির কারণে হয়ে থাকে তো সেগুলো প্রতিরোধ করার চেষ্টা করবেন।
৩। গলার ভিতরে চুলকানি দূর করার জন্য লবণ পানি দিয়ে গার্গল করতে পারেন এটা গলার মধ্যে থাকা ইনফেকশন দূর করবে এবং গলার চুলকানি কিছুটা হলেও কমাবে।
৪। বিভিন্ন রকম খাবার রয়েছে যেগুলো খাবার খাওয়ার কারণে গলার মধ্যে চুলকানি হয়ে থাকে তাই আপনার যদি গলার ভিতরে চুলকানি হয়ে থাকে তাহলে সেই সকল খাবারগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন।
আরো পড়ুনঃ চর্মরোগ কেন হয় - চর্মরোগ থেকে মুক্তির ৫ টি উপায়
৫। গলার ভিতরে চুলকানি দূর করার জন্য গরম চা খেতে পারেন এর মধ্যে রয়েছে এন্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য যা গলার ভিতরে চুলকানি দূর করতে অনেক ভালো কাজ করে থাকে। তাই এটি করে দেখতে পারেন।
৬। আপনার যদি অ্যাজমার সমস্যা থাকে তাহলে গলার ভিতরে চুলকানি হতে পারে তাই আগে পরীক্ষা করবেন অ্যাজমার সমস্যা রয়েছে কিনা যদি দেখে এজমার সমস্যা রয়েছে এবং গলা চুলকানি হচ্ছে তাহলে এজমার সমস্যা সমাধানে চিকিৎসা নিন।
৭। গলার ভিতরে চুলকানি দূর করার জন্য মধু খেতে পারেন এর মধ্যে রয়েছে এন্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য যা গলার ভিতরে চুলকানি দূর করতে অনেক ভালো কাজ করে থাকে।
৮। অনেকের পরিবেশগত কারণে গলার মধ্যে চুলকানি হয়ে থাকে যেমন অতিরিক্ত ধোলাময়লার মধ্যে থাকা নোংরা বাতাস এবং পরিবেশের মধ্যে থাকার কারণে তাই এই সকল পরিবেশগত কারণ থেকে কিছুটা দূরে থাকার চেষ্টা করুন।
এগুলো করার পরেও যদি দেখেন গলার ভিতরে চুলকানি ভালো হচ্ছে না তাহলে অবশ্যই
চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ করুন আশা করছি সমস্যার সমাধান হয়ে যাবে
ইনশাআল্লাহ।
গলা চুলকানি ও কাশি ঔষধ
গলা চুলকানোর সমস্যা থাকার কারণে কাশি হয়ে থাকে মূলত যখন গলার মধ্যে চুলকানি হয়
তখন প্রচুর পরিমাণে কাশি করতে হয়। অনেকেই এই সমস্যার মধ্যে ভুগে থাকেন
কিন্তু গলা চুলকানি ও কাশি দূর করার জন্য ঔষধ রয়েছে সেটার নাম কি অনেকেই
জানেন না। গলা চুলকানি ও কাশি দূর করার জন্য বেশ কয়েকটি ওষুধ রয়েছে
যেমন।
- Nasivion Allergy 120 MG Tablet
- A-Cof Syrup
- Adovas Syrup
আরো পড়ুনঃ হজম শক্তি কমে যাওয়ার লক্ষণ - পেটে হজম শক্তি বৃদ্ধির উপায়
গলা চুলকানি ও কাশি ভালো করার জন্য এই ঔষধ গুলো বেশ কার্যকরী। তবে আপনি যে
ধরনের ঔষধ খান না কেন অবশ্যই আমি আপনাকে চিকিৎসকের থেকে সেই ওষুধ সম্পর্কে
ভালোভাবে জেনে নিতে হবে তারপরে খেতে হবে।
গলায় এলার্জির লক্ষণ
গলায় এলার্জির লক্ষণ হলো এটা আপনার গলার মধ্যে চুলকানি তৈরি করবে। এতে করে
আপনার প্রচুর পরিমাণে কাশি হবে। যদি দেখেন গলার মধ্যে খুশখুশি ভাব হচ্ছে
তাহলে বুঝতে হবে এটা আপনার এলার্জির জন্য গলা চুলকাচ্ছে। এছাড়াও গলায়
এলার্জির কারণে গলার ভিতর এর অংশ লাল হয়ে যেতে পারে। এগুলো মূলত গলায়
এলার্জির লক্ষণ।
গলায় ইনফেকশনের লক্ষণ
গলায় ইনফেকশনের বেশ কিছু লক্ষণ রয়েছে এই লক্ষণ গুলো যদি আপনার মধ্যে দেখতে পান
তাহলে বুঝতে হবে যে আপনার গলায় ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। গলায়
ইনফেকশনের লক্ষণ গুলো হলোঃ
- অতিরিক্ত কাশি হওয়া
- গলা ব্যথা করা
- গলা চুলকানো
- খাবার দিতে অসুবিধা হওয়া
- বমি ভাব বা বমি হওয়া
- জ্বর হওয়া
- মাথা ব্যথা করা
গলায় এলার্জির ঔষধ - গলার ভিতরে চুলকানি কেন হয় ঃ শেষ কথা
আশা করছি এতক্ষণে আপনি উপরের অংশগুলো পড়ে বিস্তারিত ভাবে জানতে পেরেছেন গলায় এলার্জির ঔষধ এবং গলার ভিতরে চুলকানি কেন হয় এই সকল বিষয়ে এবং এই সম্পর্কিত আরো বেশ কিছু বিষয়ে তো আজকের আর্টিকেলটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে আমাদের জানাতে পারেন এবং এরকম আরো তথ্য পেতে সবসময় আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url