পিপলটি গাছের উপকারিতা - পিপুল গাছের অপর নাম কি

আপনি কি পিপলটি গাছের উপকারিতা এবং পিপুল গাছের অপর নাম কি এই বিষয় গুলো লিখে ইন্টারনেটে সার্চ করে আমাদের আর্টিকেলটি ওপেন করেছেন তাহলে সঠিক জায়গায় এসেছেন কারণ আজকের আর্টিকেলে আপনাদেরকে পিপলটি গাছের উপকারিতা এবং পিপুল গাছের অপর নাম কি এগুলো বিষয়ে বিস্তারিত ভাবে জানাবো।
পিপলটি গাছের উপকারিতা

এছাড়াও আপনারা আজকের আর্টিকেল থেকে আরো জানতে পারবেন পিপুল খেলে কি হয় পিপুল খাওয়ার নিয়ম ও পিপুল গাছের ছবি দেখতে কেমন হয় এই সকল বিষয়ে জানতেও দেখতে পারবেন তো চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। 

পোস্ট সূচিপত্রঃ পিপলটি গাছের উপকারিতা - পিপুল গাছের অপর নাম কি 

পিপলটি গাছের উপকারিতা

বিশেষ করে গ্রাম অঞ্চলে আমাদের বাসার আশেপাশে পিপলটি গাছ জন্মে থাকে। আমরা হয়তো অনেকেই সেগুলো দেখে থাকি কিন্তু পিপলটি গাছের উপকারিতা সম্পর্কে আমাদের তেমন ধারণা নেই বা জানা নেই। তাই আপনি যদি পিপলটি গাছের উপকারিতা জানেন তাহলে অবাক হবেন কারন পিপলটি গাছের অনেক উপকারিতা রয়েছে আসুন জেনে নেয়া যাক পিপলটি গাছের উপকারিতা গুলো।

জ্বর ভালো করে

কারো যদি ঘন ঘন জ্বর হয় এবং সেটি যদি ভালো না হতে চাই তাহলে বিফলটি গাছের চূর্ণ অথবা পিপলটি গাছের ফলের চূর্ণ সেই ব্যক্তি খাইয়ে দিবেন দেখবেন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি জ্বর ভালো হয়ে যাবে। তবে বিপরীতে চূর্ণের সাথে মধু মিশিয়ে খাওয়াবেন বা খাবেন। 

মেদ কমাই

অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে আমাদের পেটের মেদ বেড়ে যায় এতে করে দেখতে অনেকটা খারাপ লাগে আপনারা যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনি পিপলটি চূর্ণ খেতে পারেন এটা পেটের মেদ কমাতে অনেক ভাল কাজ করে থাকে। 

হাঁপানি নিরাময়ে

অনেকের একটু পরিশ্রম করলে বা টেনশন করলে হাঁপানি সমস্যা বেড়ে যায়। আপনার যদি এরকম হাঁপানি সমস্যা থাকে তাহলে পিপল চূর্ণ খেতে পারেন অথবা কাঁচা পিপুল থেঁতো করে সেটার রস খেতে পারেন তাহলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। 

আরো পড়ুনঃ বাসক পাতার ১০ টি উপকারিতা - বাসক পাতার রস খাওয়ার নিয়ম

নিদ্রাহীনতা দূর করে

আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের রাতের বেলা ঘুম আসে না আর নিয়মিত এরকম ঘুম না হওয়ার কারণে বিভিন্ন রকম শরীরের সমস্যা দেখা দেয় তাই আপনার যদি নিদ্রাহীনতার সমস্যা থাকে তাহলে পিপুল গাছের শিকড় তুলে সেগুলো বেটে খেতে পারেন। নিদ্রাহীনতার সমস্যা দূর হবে। 

কৃমি ভালো করে

বাচ্চা অথবা বৃদ্ধ যাদের কৃমি হোক না কেন এটা অনেক সমস্যা সৃষ্টি করে থাকে বিশেষ করে বাচ্চাদের বেশি কষ্ট হয় তাই কারো যদি কৃমি হয় তাহলে কৃমি দূর করতে সকাল বিকাল পিপল চূর্ণ খাইয়ে দিবেন কৃমি দূর হয়ে যাবে। 

কাশি ভালো করে

আপনার যদি অনেকদিন ধরে কাশি হয় তাহলে সেটা হতে পারে যক্ষার লক্ষণ। তাই আপনার যখন কাশি দেখা দিবে এবং সাথে যদি জ্বর থাকে তাহলে কাশি এবং জ্বর ভালো করতে পিপল চূর্ণ খেতে পারেন এটা কাশি ভালো করার জন্য অনেক ভালো কাজ করে থাকে। 

দাঁত ব্যথা নিরাময়ে

আপনার কি দাঁতের ব্যথা রয়েছে তাহলে দাঁতের ব্যথা নিরাময় করার জন্য পিপল চূর্ণ সাথে লবণ হলুদের গুঁড়ো ও হালকা পরিমাণ সরিষার তেল দিয়ে ব্যথার জায়গায় লাগিয়ে রাখবেন তাহলে ব্যাথা নিরাময় হয়ে যাবে। 

মাথা ব্যাথা নিরাময়ে

বিভিন্ন কারণে অনেক সময় আমাদের মাথা ব্যথা করে থাকে যা অনেক কষ্টদায়ক হয়ে থাকে তো আপনার যদি মাথা ব্যথার সমস্যা হয়ে থাকে তাহলে পিপল ফল বেটে নিবেন তারপরে সেটা সুন্দর করে মলমের লাগিয়ে দিবেন তাহলে দেখবেন মাথা ব্যাথা কমে গেছে। 

পিপুল গাছের অপর নাম কি 

বিপুল গাছের অপর নাম কি এটা আমাদের মধ্যে অনেকেরই অজানা। সচরাচর আমরা সবাই পিপুল নাম হিসেবে জানি কিন্তু পিপুল গাছের আরো বেশ কিছু নাম রয়েছে যেমন পিপুল গাছের অপর নাম হল ভূতপান, পিলপিল ইত্যাদি। 

এছাড়াও পিপুল গাছের ইংরেজি নাম রয়েছে পিপুল গাছের ইংরেজি নাম হল Long paper এ ছাড়াও পিপুল গাছের বৈজ্ঞানিক নাম রয়েছে তা হল Piper longum Linn. আশা করছি পিপুল গাছের অপর নাম ইংরেজি নাম এবং বৈজ্ঞানিক নাম জানতে পারলেন। 

পিপুল খেলে কি হয়

পিপুল খেলে কি হয় তাই তোমাদের উপরের অংশে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। পিপুল খেলে বিভিন্ন উপকারিতা হয় তারপরেও আপনারা যত বিভিন্ন ভাবে জানতে চেয়ে থাকেন তাই এই অংশে আবারো আপনাদেরকে জানানোর চেষ্টা করব পিপুল খেলে যেগুলো হয় তা হল। আপনার যদি জ্বর থাকে তাহলে সেটা ভালো হবে, যদি অনেকদিন ধরে সর্দি কাশির সমস্যায় ভুগে থাকেন তাহলে সেটা ভালো করবে।

আরো পড়ুনঃ কলমি শাকের ক্ষতিকর দিক - কলমি শাকের উপকারিতা

এছাড়াও পিপুল খেলে এটা মাথাব্যথা ভালো করে, দাঁতের ব্যাথা ভালো করতে পিপুল কাজ করে থাকে, যাদের ঠিক মত ঘুম হয় না তাদের এই ঘুমের সমস্যা দূর করতে পিপুল কাজ করে থাকে, হাঁপানি শ্বাসকষ্ট এগুলো সমস্যা ভালো করে, ঠান্ডা জনিত বিভিন্ন রোগ ভালো করতে পিপুল কাজ করে থাকে, এছাড়াও পিপুল বল বৃদ্ধি কারক হিসেবে অনেক উপকারী। আশা করছি জানতে পারলেন পিপুল খেলে কি হয়। 

পিপুল খাওয়ার নিয়ম

উপরের অংশগুলোতে আপনারা জানতে পেরেছেন পিপুল গাছের উপকারিতা পিপুল গাছের অপর নাম কি এবং পিপুল খেলে কি হয় কিন্তু আপনাদের আরেকটি বিষয়ে জেনে রাখা প্রয়োজন সেটি হল পিপুল খাওয়ার নিয়ম। কারণ শুধুমাত্র উপকারিতা জানলে হবে না যদি সঠিক নিয়মে না খান তাহলে তেমন ভালো কোন উপকারিতা পাবেন না তাই আসন জেনে নেওয়া যাক পিপুল খাওয়ার নিয়ম।

পিপুল আপনি তিনটি ভাবে খেতে পারেন যেমন পিপুল ফলের চূর্ণ খেতে পারেন, তাজা ফল বেটে খেতে পারে অথবা পিপুল গাছের শিকড় বেটে যেতে পারেন। বিভিন্ন সমস্যার ক্ষেত্রে এটি খেতে পারবেন এছাড়াও আপনার যদি দাঁতের ব্যথা থাকে তাহলে সেখানে লাগাতে হবে। পিপুল চূর্ণ খাওয়ার সময় তার সাথে হালকা পরিমাণ মধু মিশিয়ে নিতে পারেন। 

আর আপনার শরীরে যদি জ্বর থাকে এবং সাথে যদি কাশি থাকে তাহলে এই দুটি সমস্যা ভালো করার জন্য হালকা কুসুম গরম পানির মধ্যে অল্প পরিমাণ বিপুল ফলের গুঁড়া ভালোভাবে মিশিয়ে সেটা পান করবেন তাহলে আপনার সমস্যাগুলো নিরাময় হয়ে যাবে। তাহলে আশা করছি জানতে পারলেন পিপুল খাওয়ার নিয়ম তো এখন থেকে এই নিয়মে খাবেন। 

পিপুল গাছের ছবি

অনেক ইন্টারনেটে সার্চ করে পিপুল গাছের ছবি খুলে থাকেন আবার অনেকে শহরে বসবাস করেন সেজন্য পিপুল গাছ দেখতে কেমন হয় সেটা জানেন না তাই দেখতে চেয়ে থাকেন পিপুল গাছের ছবি তাই আপনাদের সবার জন্য আজকের আর্টিকেলের এই অংশে পিপুল গাছের ছবি দেওয়া হল। 

পিপুল গাছের ছবি
পিপুল গাছের ছবি
photo: prothomalo.com , wikipedia.org

পিপলটি গাছের উপকারিতা - পিপুল গাছের অপর নাম কিঃ শেষ কথা

আশা করছি প্রিয় বন্ধুরা আজকের আর্টিকেলটি যদি আপনি ভালোভাবে পড়ে থাকেন তাহলে জানতে পেরেছেন পিপলটি গাছের উপকারিতা পিপুল গাছের অপর নাম কি পিপুল খেলে কি হয় পিপুল খাওয়ার নিয়ম ও পিপুল গাছের ছবি দেখতে কেমন হয়। 

আরো পড়ুনঃ নিম পাতার 10 টি উপকারিতা - নিম পাতার ব্যবহার

তো এগুলো বিষয়ে জানতে পেরে আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এছাড়াও আমাদের ওয়েবসাইটে এরকম আরো নতুন নতুন তথ্য নিয়মিত দেওয়া হয় তাই আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন ধন্যবাদ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url