নতুন বিদ্যুৎ মিটার আবেদন - নতুন বিদ্যুৎ সংযোগ খরচ ২০২৫
তাহলে চলুন নিচের অংশগুলো থেকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক নতুন বিদ্যুৎ মিটার আবেদন করার নিয়ম এবং কত টাকা খরচ হবে সেই সম্পর্কিত সকল বিষয়ে। আশা করছি আমি যদি এগুলো ভালোভাবে পড়েন তাহলে নিজে নিজেই মিটারের জন্য আবেদন করতে পারবেন।
পোস্ট সূচিপত্রঃ নতুন বিদ্যুৎ মিটার আবেদন - নতুন বিদ্যুৎ সংযোগ খরচ ২০২৫
- নতুন বিদ্যুৎ মিটার আবেদন
- নতুন বিদ্যুৎ সংযোগ খরচ ২০২৫
- নতুন বিদ্যুৎ সংযোগের আবেদন ফরম
- পল্লী বিদ্যুৎ মিটার আবেদন ফি কত
- পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান ২০২৫
- নতুন বিদ্যুৎ মিটার আবেদন - নতুন বিদ্যুৎ সংযোগ খরচ ২০২৫ঃ শেষ কথা
নতুন বিদ্যুৎ মিটার আবেদন
নতুন বিদ্যুৎ মিটার আবেদন করার জন্য আপনাকে বেশ কয়েকটি ধাপ অনুসরণ করতে
হবে। এর জন্য বেশ কিছু তথ্য সংগ্রহ করে রাখতে হবে সেগুলো অবশ্যই আপনাকে পূরণ
করতে হবে। তো আপনি যদি অনলাইনে মাধ্যমে নতুন বিদ্যুৎ মিটার আবেদন করতে চান
তাহলে কি কি ধাপ অনুসরণ করতে হবে সেগুলো জেনে নিন।
১। প্রথমে গুগলে সার্চ করে http://www.rebpbs.com/এই ওয়েবসাইটের মধ্যে যেতে হবে তাহলে একটা আবেদন ফরম পেয়ে যাবেন সেখানে আপনাকে বেশ কিছু তথ্য দিয়ে আবেদন করতে হবে।
২। এবার আপনাকে বিদ্যুৎ অফিসের বিবরণ অংশে গিয়ে কোন জেলার বিদ্যুৎ অফিস থেকে সংযোগ নিতে চাচ্ছেন সেটা নির্বাচন করে দিবেন।
৩। পরবর্তী ধাপে নির্বাচন করতে হবে আপনি কোন নিতে যাচ্ছেন সেটা হতে পারে বাসা ব্যবসা প্রতিষ্ঠান বা আরো যেগুলো ইত্যাদি অপশন রয়েছে সেগুলোর মধ্যে একটি নির্বাচন করে দিবেন।
৪। এবার আবেদনকারীর কিছু বিবরণ দিতে হবে সেজন্য প্রথমে আবেদনকারীর নাম বাংলাতে দিতে হবে, পিতার নাম বাংলাতে মাতার নাম এবং যদি স্ত্রী থাকে তাহলে তার নাম বাংলাতে দিয়ে দিবেন।
আরো পড়ুন: এসি চালানোর সঠিক নিয়ম - এসি দাম কত
৫। পরবর্তী ধাপে আবেদনকারীর জন্ম তারিখ, জাতীয় পরিচয় পত্রের নাম্বার, মোবাইল নাম্বার, gmail ঠিকানা এবং টিন সার্টিফিকেট এর নাম্বার সবগুলো ইংরেজিতে দিয়ে দিবেন।
৬। এবার আপনাকে জাতীয়তা সিলেক্ট করতে হবে আপনি যত বাংলাদেশী সেজন্য বাংলাদেশ সিলেক্ট করে দিবেন।
৭। পরবর্তীতে আরেকটি ঘর দিতে পাবেন সেখানে পাসপোর্ট নাম্বার দিতে বলা হবে তো আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট নাম্বার দিয়ে দিবেন এবং সেটা ইংরেজিতে দিতে হবে।
৮। এরপরে আপনার লিঙ্গ সিলেক্ট করতে হবে যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে মেয়ে সিলেক্ট করবেন আর যদি ছেলে হয়ে থাকেন তাহলে ছেলে সিলেক্ট করে দিবেন।
৯। পরবর্তী ধাপে আপনার ঠিকানা গুলো সঠিক ভাবে দিতে হবে সেজন্য প্রথমেই আপনি কোন জেলায় বসবাস করেন সেটা সিলেক্ট করতে হবে।
১০। এবার উপজেলা সিলেক্ট করে দিবেন, থানা নির্বাচন করতে হবে, ইউনিয়ন নির্বাচন করতে হবে, আপনার ডাকঘর বা পোস্ট অফিসের নাম দিতে হবে, ইংরেজিতে পোস্ট কোড লিখে দিতে হবে।
১১। গ্রামের নাম নির্বাচন করতে হবে এরপরে আপনার পাড়া বা মহল্লার নামে নির্বাচন করবেন, আর যদি শহর হয়ে থাকে তাহলে রোড নম্বর নির্বাচন করতে হবে। এরপরে বাড়ির নাম অথবা হোল্ডিং নাম্বার দিতে হবে।
১২। তারপর উপরের নিয়ম অনুযায়ী প্রস্তাবিত বিদ্যুৎ সংযোগ স্থলের কিছু বিবরণ দিতে হবে সেগুলো সব কিছু সেই আবেদন ফরমে লেখা থাকবে তো আপনিই শুনবো সঠিকভাবে পূরণ করে দিবেন।
১৩। এরপরে কিছু জিওগ্রাফিক তথ্য লেখা থাকবে তোর সেগুলো আপনি ভালোভাবে পড়ে নিবেন নিয়ে সেই অনুযায়ী সবগুলো সম্পন্ন করে দিবেন।
১৪। এর পরে আপনাকে নির্বাচন করতে হবে কানেকশন এর বিবরণ আপনি কোন ধরনের সংযোগ নিতে চাচ্ছেন স্থায়ী সংযোগ, অস্থায়ী সংযোগ বা সাময়িক সংযোগ যে কোন একটা সিলেক্ট করে দিবেন।
১৫। এবার আপনি যে মিটার নিতে চাচ্ছেন সেটা লোড কত হবে সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে তারপরে তিনটি ছবি আপলোড করতে হবে।
১৬। ৩০০x৩০০ সাইজের আবেদনকারী একটি ছবি আপলোড করে দিবেন। ৬০০x৪৭৫ সাইজের জাতীয় পরিচয় পত্রের ছবি আপলোড করতে হবে। বাসা থেকে জমির খারিজের একটি সর্বোচ্চ ৭০০ কেবি সাইজের একটি ডকুমেন্টস বা ছবি আপলোড করতে হবে।
এবার সবশেষে পল্লী বিদ্যুৎ সমিতির কিছু শর্ত রয়েছে সেগুলো ওখানে লেখা থাকবে তো
সেগুলো পড়ে আমি যদি সে শর্তগুলোর সাথে যদি একমত হয়ে থাকেন তাহলে সেখানে একটি
ঘরে টিক চিহ্ন দিয়ে দিবেন। এবং পরে একটি ক্যাপচা পূরণ করে সংরক্ষণ করুন
বাটনে ক্লিক করলে আপনার আবেদন সম্পন্ন হয়ে যাবে।
নতুন বিদ্যুৎ সংযোগ খরচ ২০২৫
অনেকে জানতে চাচ্ছেন নতুন বিদ্যুৎ সংযোগ নেওয়ার জন্য কত টাকা খরচ হবে। এটি
মূলত নির্ভর করে আপনার বাড়ি কিসের যদি আপনার বাড়ি টিন সেটের হয়ে থাকে তাহলে
সেজন্য আপনাকে মিটারের জামানত চার্জ সহ ১ হাজার টাকা খরচ করতে হবে আর যদি আপনার
বাড়ি বিল্ডিং এর হয়ে থাকে তাহলে মিটারের জামানত চার্জসহ ১৫০০ টাকা খরচ করতে
হবে।
আরো পড়ুন: হ্যাকিং থেকে বাঁচার উপায় - মোবাইল হ্যাক হলে কি করবো
হয়তো অনেক জায়গায় থেকে বেশি যাইতে পারে তো সে ক্ষেত্রে আপনি কখনো বেশি টাকা
দিবেন না।তবে অনেক সময় আপনার বাসা যদি বিদ্যুতের ফুল রয়েছে এরকম জায়গা থেকে
অনেকটা দূরে হয়ে থাকে তাহলে নতুন করে বিদ্যুৎপুল দেওয়ার জন্য কিছু টাকা নিতে
পারে সে ক্ষেত্রে সেটা দিয়ে দিতে পারেন।
নতুন বিদ্যুৎ সংযোগের আবেদন ফরম
নতুন বিদ্যুৎ সংযোগ নেওয়ার জন্য অবশ্যই আপনাকে একটি আবেদন ফরম পূরণ করতে হবে যা উপরের অংশ আপনাদেরকে বলেছে যে আপনারা কিভাবে আবেদন ফরমটি পূরণ করবেন কিন্তু আবেদন ফরমটি কিভাবে পাবেন তা অনেকেই জানতে চেয়ে থাকেন বা খোঁজে দেখেন তাই আপনাদেরকে আজকের আর্টিকেল এর এই অংশে নতুন বিদ্যুৎ সংযোগ নেওয়ার জন্য আবেদন ফরম লিংকটি দিয়ে দিব।
নিচে দেওয়া বাটনে ক্লিক করে সরাসরি নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য আবেদন ফরম
পেয়ে যাবেন। তো নতুন বিদ্যুৎ সংযোগ নেওয়ার জন্য আবেদন ফরম নিচে দেওয়া
আবেদন ফরম বাটনে ক্লিক করুন।
পল্লী বিদ্যুৎ মিটার আবেদন ফি কত
আপনি যদি পল্লী বিদ্যুৎ মিটার আবেদন করতে চান তাহলে আপনাকে সামান্য পরিমাণ ফি
প্রদান করতে হবে সেটা মিটার অনুযায়ী এক এক রকম হয়ে থাকে। আপনার মিটারের
ধরন না দেখলে সেটা সঠিকভাবে বলা সম্ভব নয় তারপরে পল্লী বিদ্যুৎ মিনার আবেদন ফ্রি
সর্বনিম্ন ১০০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে এর থেকে বেশি কোন টাকা
প্রয়োজন হয় না।
আরো পড়ুন: বাড়ির আশেপাশে থাকা wifi password - কিভাবে ফ্রি wifi চালানো যায় জানুন
তো আপনি কোন ধরনের মেয়েটার আবেদন করতে চাচ্ছেন সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন তাহলে আমরা আপনাকে সেই মিটারের আবেদন ফি কত হবে সেটা আমাদেরকে সঠিকভাবে জানিয়ে দিতে পারবো। আশা করছি আপনারা এখান থেকে সঠিক একটি তথ্য পেয়ে গেছেন যে পল্লী বিদ্যুৎ মিটার আবেদন ফি কত টাকা।
পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান ২০২৫
পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান করার জন্য আপনাকে দুটি জিনিস জানতে হবে প্রথম হলো ট্রেকিং নম্বর এবং পিন নম্বর এই দুইটি যদি থাকে আপনার কাছে তাহলে আপনি গুগলে সার্চ করে http://www.rebpbs.com/ওয়েবসাইটের মধ্যে যাবেন যাওয়ার পরে তার জন্য আমি একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করলে আবেদনের সর্বশেষ অবস্থা জানুন নামে একটি বাটন পাবেন তো সেখানে ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পরে দুটি ঘর দেখতে পাবেন প্রথম ঘরে ট্র্যাকিং নাম্বার দিতে হবে
এবং দ্বিতীয় ঘরে পিন নাম্বার দিতে হবে তারপরে সাবমিট করুন বাটনে ক্লিক করতে হবে
তাহলে পল্লী বিদ্যুৎ মিটার আবেদনের সর্বশেষ কি অবস্থা সেটা দেখতে পাবেন। আশা
করছি পল্লী বিদ্যুৎ বিল এর আবেদন অনুসন্ধান এর এই তথ্যটি আপনাদের অনেক উপকারে
আসবে।
নতুন বিদ্যুৎ মিটার আবেদন - নতুন বিদ্যুৎ সংযোগ খরচ ২০২৫ঃ শেষ কথা
নতুন বিদ্যুৎ মিটার আবেদন করার নিয়ম নতুন বিদ্যুৎ সংযোগ নিতে কত টাকা খরচ হবে এবং আবেদন ফরম কিভাবে পাবেন এই সম্পর্কিত সকল বিষয়ে আজকের এই পোস্টের উপরের অংশগুলোতে আপনাদেরকে বিস্তারিত ভাবে জানানো হয়েছে তো আপনারা আশা করছি এগুলো বিষয়ে সঠিকভাবে জানতে পেরেছেন।
তো এখন যদি আপনার মিটার নেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনি নিয়মগুলো অনুসরণ করে
খুব সহজেই নতুন বিদ্যুৎ মিটারের জন্য আবেদন করতে পারবেন। আমাদের এই
আর্টিকেলটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন এবং এরকম আরো তথ্য
পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url