চোখ ব্যথা দূর করার উপায় - চোখ ব্যথা কিসের লক্ষণ

আমাদের নানান কাজকর্মে আমাদের চোখে ময়লা অথবা কোন কিছু ক্ষতিকার বস্তু পড়ে চোখের অনেক ব্যাথা হয়। এবং চোখের ব্যথা হতে পারে। তাছাড়া আমাদের চোখে অনেক সমস্যার সৃষ্টি করে দিতে পারে। এক্ষেত্রে অনেকেই জানে না চোখ ব্যথা দূর করার উপায় কি।
চোখ ব্যথা দূর করার উপায়
এছাড়া এই আর্টিকেলটিতে আরো অনেক চোখ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। দয়া করে আপনি এই আর্টিকেলটি পুরোপুরি মনোযোগ সহকারে পড়বেন। এটা আপনার অনেক উপকার হতে পারে।

পোস্ট সূচিপত্র ঃ চোখ ব্যথা দূর করার উপায় - চোখ ব্যথা কিসের লক্ষণ

চোখ ব্যথার কারণ 

চোখের পাতার ওপর বা ভেতরের অংশে কখনো কখনো ব্যথা হয়। চোখের পাতায় ব্যথা সাধারণত চুলকানি, অ্যালার্জি ও জ্বালাপোড়ার কারণে হয়ে থাকে। চোখের বাইরে থেকে কিছু পড়লে, সংক্রমণের জন্য চোখ চুলকালে বা চোখের পাতার ওপর যে মেমব্রেনের আস্তরণ থাকে, তাতে প্রদাহ হলে ব্যথা হয়।
তবে চোখের ভেতরের অংশে ব্যথা হলে তা সত্যিই উদ্বেগের। গুরুতর কোনো শারীরিক অসুস্থতার কারণে এ ব্যথা হতে পারে। যেমন, ব্ল্যাক ফাঙ্গাসসহ বিভিন্ন সংক্রমণ, চোখের নানা জটিল রোগের কারণে এ সমস্যা হতে পারে।

চোখ ব্যথা দূর করার উপায় 

আমাদের অনেক কাজকর্ম করার সময় চোখে ময়লা অথবা কোন কিছু বলে চোখে অনেক ব্যথা হয়। কিন্তু এই ব্যথা অনেক আমাদের অসস্তিবোধ মনে হয়। তাই আমাদের চোখের ব্যথা দূর করতে হবে। চোখের ব্যথার দূর করার অনেক উপায় রয়েছে সেগুলোর মধ্যে কয়েকটি নিচে দেওয়া হল ঃ

১। চোখে পানির ঝাপটা দেওয়া।

২। চোখের ড্রপ দেওয়া।

৩। চোখে সেক দেওয়া।

৪। ব্যায়াম করা।

আশা করি এই অংশটি পুরোপুরি মনোযোগ সহকারে পড়ে আপনি জানতে পেরেছেন যে চোখের ব্যথা কিভাবে দূর করতে হয়।

চোখ ব্যথা  লক্ষণ 

চোখ ব্যথার অনেকগুলো লক্ষণ রয়েছে। সেগুলো লক্ষণ ভালো হতে পারে বা খারাপ হতে পারে। সেগুলোর মধ্যে কয়েকটি নিচে দেওয়া হল।

১। হঠাৎ চোখ ব্যথা করা।

২। দেখতে অসুবিধা হওয়া।

৩। জ্বর হওয়া।

৪। চোখ ফুলে জাওয়া।

৫। জ্বর হওয়া।

৬। চোখে পিছুটি হওয়া।

৭। কাশি এবং নাক দিয়ে জল পড়া।

৮। বমি হওয়া।

আশা করি এই অংশটি পুরোপুরি মনোযোগ সহকারে পড়ে আপনি জানতে পেরেছেন যে চোখের ব্যথাদূর করার উপায়।

চোখে কিছু পড়লে কি দোয়া পড়তে হয় 

অনেক সময় আমাদের বিভিন্ন কাজকর্ম চোখে ময়লা অথবা অনেক কিছু পড়ে থাকে। সেগুলো বের করার জন্য আমরা চোখে পানি অথবা কাপড় দিয়ে তুলতে চেষ্টা করি সেগুলো দেউ যদি না ওঠে। তাহলে চোখের ময়লা দূর করার জন্য একটি দোয়া রয়েছে। সেই দোয়াটি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ পড়তেন। সে দোয়াটি হলঃ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন শাররি সাময়ি ওয়া শাররি বাসারি ওয়া শাররি লিসানি ওয়া শাররি ক্বালবি ওয়া শাররি মানয়্যি।

আরবিঃ اللهما إني أوجوبيكا من شري سميع وشري بساري وشري لساني وشري قلبي وشري منايي

অর্থ ঃ হে আল্লাহ আমি তোমার কাছে আমার চোখের অপকারিতা, কানের উপকারিতা এবং লজ্জাস্থানের অপকারিতা হতে আশ্রয় চাই। সূরা দাউদ-আয়াত ১৩৮৭।

চোখের ব্যথা দূর করার ঔষধ 

আমাদের যেকোনো কারণে চোখের ব্যথা হয় চোখের ব্যাথা দূর করার জন্য অনেক প্রাথমিক উপায় অবলম্বন করলেও চোখের ব্যথা দূর হয় না। তাই চোখের ব্যথা দূর করার জন্য আমাদের ওষুধ খাওয়ার প্রয়োজন পড়ে। চোখের ব্যথা দূর করার ঔষধ অনেক রকমের হয়ে থাকে।

আমরা যদি সেই ওষুধটি ভুল খেয়ে থাকি তাহলে আমাদের অনেক রকম সমস্যার মুখোমুখি করতে হয়। তাই এই অংশটি পুরোপুর পড়ে জেনে নিন চোখের ব্যথার দূর করার সঠিক ঔষধ কি। চোখের ব্যথা দূর করার একটি ড্রপ রয়েছে সে ড্রপটি নাম হল :

Unibrom 0.9Mg Eye Drop :

এই ড্রপ কে আপনি সকালে চোখে দুই ফোটা দিবেন। এবং রাতে দুই ফোঁটা করে। চোখ আপনার সুস্থ হওয়া পর্যন্ত নিয়মিত এই ড্রপটি দিতে থাকবেন। ড্রপটি প্রয়োগ করার আগে আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে ড্রপটি দিবেন। ডাক্তার পরামর্শ ছাড়া কখনোই ড্রপটি দিবেন না তাহলে অনেক সমস্যা হতে পারে।

চোখের ব্যথা দূর করার ঘরোয়া উপায়

চোখ আমাদের একটি গুরুত্বপূর্ণ স্থান। চোখের ব্যথা বিভিন্ন কারণে হতে পারে। চোখের ব্যথার দূর করার অনেক ঘরোয়া উপায় রয়েছে সেগুলোর মধ্যে কয়েকটি নিচে দেওয়া হল ঃ

১। চোখে ভালোভাবে পানির ঝাপটা দিতে হবে। ঝাপটা দেয়ার পরে দুটি কটন বার নিতে হবে। এরপরে একটি পাত্রে কুসুম কুসুম গরম পানি দিতে হবে। এবং কটন বা দুটি গরম পানিতে ভিজিয়ে চোখের উপরের পাপড়ি ভালো করে পরিষ্কার করতে হবে এতে ব্যথা অনেকটাই কমে যাবে।

২। কুসুম কুসুম গরম পানির মধ্যে একটি পরিষ্কার সুতির কাপড় ভিজিয়ে নিতে হবে। ভিজে নেয়ার পর সেই কাপড়টি চোখের উপর ভালো হবে শেখ দিতে হবে।

৩। চোখে যদি কোন রকম খসখসে অনুভব হয় তাহলে মুখ ও চোখ ভালোভাবে সাবান অথবা ফেসওয়াশ দিয়ে একেবারে পরিষ্কার করে সুন্দর করে ধরে নিতে হবে। আপনি যদি মুখমন্ডল ও চোখ ভালোভাবে সাবান দিয়ে ঝন তাহলে আপনার চোখে কোন ময়লা থাকলে সেটি বের হয়ে যাবে।

৪। আপনার যদি চোখ ব্যথা করে তাহলে আপনি ঘুমাতে পারেন। ঘুম চোখের জন্য অনেক উপকারী। আপনাকে প্রায় ৭ থেকে ৮ ঘন্টা ঘুমাতে হবে। এটা আপনার চোখের ব্যথা অনেক উপসম হবে অথবা আরেকটা ব্যথাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

৫। চোখের ব্যাথা দূর করার আরো একটি উপায় হল। আপনার দুই হাতের তালু ভালোভাবে ঘসে গরম করে নিন। তারপর সেই দুই হাতে তালু চোখে চেপে ধরে সেই দিন। এতে আপনার ব্যথা কমে যাবে।

ডান চোখ ব্যথা করলে কি হয় 

আমাদের মধ্যে অনেকের ই ডান চোখ ব্যথা হয় অনেকেই মনে করে ডান চোখ ব্যথা হওয়া অনেক অমঙ্গল কিন্তু সেটা নয়। আপনার কখনো ডান চোখ ব্যথা হতে পারে অথবা বাম চক্ষু ব্যথা হতে পারে। এতে কোন চিন্তা আর বিষয় নেই। উপরে দেখানো চোখের ব্যাথা দূর করার উপায় নিয়মিত প্রয়োগ করলে আপনার ডান চোখ ব্যথা থেকে আরাম পাবেন।

আশা করি এই অংশটি পড়ে আপনি জানতে পেরেছেন যে ডান চোখ ব্যথা করলে কি হয়। আপনি যদি এই অংশটি পুরোপুরি মনোযোগ সহকারে পড়েন আশা করি আপনি এই বিষয়টি সম্পর্কে অবশ্যই জানতে পারবেন।

চোখের ভিতরে ব্যথা হয় কেন

বিভিন্ন কারণে এ লক্ষণ দেখা দিতে পারে। যেমন অ্যালার্জিজনিত কনজাঙ্কটিভাইটিস (সংক্রমণ), ছানি, ক্যালাজিয়ন,কনজাঙ্কটিভাইটিস, কর্নিয়া ইনফেকশন, ডেঙ্গু জ্বর, ব্ল্যাক ফাঙ্গাস, দাঁতের ক্ষয়রোগ, টাইফয়েড,ক্ষীণদৃষ্টি, কালাজ্বর, সিউডোটিউমার সেরেব্রি, প্রেসবায়োপিয়া, টেরিজিয়াম, ব্লাস্টোমাইকোসিস গ্লুকোমা, রেটিনাল ডিটাচমেন্ট ছাড়া রয়েছে আরও অনেক কারণ।

উল্লেখযোগ্য লক্ষণ হলো চোখে লাল ভাব, কম দেখা, মাথাব্যথা, চোখ ফুলে যাওয়া, চোখ দিয়ে পানি পড়া, চোখে চুলকানি, চোখের ভেতরে কোনো কিছুর অস্তিত্ব অনুভব করা, চোখ জ্বালাপোড়া করা, ঘোলাটে দৃষ্টি, মুখমণ্ডলে ব্যথা, চোখ থেকে সাদা বর্ণের তরল জাতীয় পদার্থ বের হওয়া ইত্যাদি।

চোখে ময়লা পড়লে করণীয় এবং চোখের ব্যথা দূর করার ঘরোয়া উপায় শেষ কথা ঃ

আপনি যদি এ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ে থাকেন তাহলে আপনি জানতে পারবেন চোখের ময়লা পড়লে কি করনীয় এবং চোখের ব্যাথা দূর করার ঘরোয়া উপায় কি।

এছাড়া আমাদের এই ওয়েবসাইটে অনেক তথ্যমূলক আর্টিকেল পাবলিশ করা হয় এখান থেকে আপনারা অনেক উপকৃত হতে পারেন। তাই আমাদের ওয়েবসাইটের এই ওয়েবসাইটের সঙ্গে থাকুন। এবং আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করতে থাকুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url